Local Train Cancelled Howrah: হাওড়ায় টানা ৪ দিন বহু লোকাল ট্রেন বাতিল, রইল তালিকা

হাওড়া শাখায় পূর্ব রেলে ফের বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। ৪ দিন ধরে বন্ধ থাকবে বিভিন্ন লোকাল ট্রেন। যার জেরে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, হাওড়া ও লিলুয়ার মধ্যে রেলের কাজের জন্য বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-ব্যান্ডেল রুটে বাতিল থাকছে লোকাল ট্রেন। বাতিল থাকছে বেশ কয়েকটি শ্রীরামপুর লোকাল, শেওড়াফুলি লোকালও। তবে এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য চালানো হবে স্পেশাল ট্রেন। 

Advertisement
হাওড়ায় টানা ৪ দিন বহু লোকাল ট্রেন বাতিল, রইল তালিকাপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • হাওড়া শাখায় পূর্ব রেলে ফের বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন।
  • ৪ দিন ধরে বন্ধ থাকবে বিভিন্ন লোকাল ট্রেন।
  • যার জেরে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা।

হাওড়া শাখায় পূর্ব রেলে ফের বাতিল করা হচ্ছে একগুচ্ছ লোকাল ট্রেন। ৪ দিন ধরে বন্ধ থাকবে বিভিন্ন লোকাল ট্রেন। যার জেরে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। রেল সূত্রে খবর, হাওড়া ও লিলুয়ার মধ্যে রেলের কাজের জন্য বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-ব্যান্ডেল রুটে বাতিল থাকছে লোকাল ট্রেন। বাতিল থাকছে বেশ কয়েকটি শ্রীরামপুর লোকাল, শেওড়াফুলি লোকালও। তবে এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার জন্য চালানো হবে স্পেশাল ট্রেন। 


বৃহস্পতিবার থেকে রবিবার কোন কোন ট্রেন বাতিল?

* ১৫টি হাওড়াগামী ব্যান্ডেল লোকাল বাতিল করা হয়েছে।

*১১টি হাওড়াগামী শেওড়াফুলি লোকাল বাতিল থাকছে।

* ২টি হাওড়াগামী বেলুড় মঠ লোকাল বাতিল। 

* ২টি হাওড়াগামী শ্রীরামপুর লোকাল বাতিল।

* ১৫টি  ব্যান্ডেলগামী হাওড়া লোকাল বাতিল করা হয়েছে। 

* ১১টি শেওড়াফুলিগামী হাওড়া লোকাল বাতিল থাকছে। 

* ২টি বেলুড় মঠগামী হাওড়া লোকাল বাতিল। 

* ২টি শ্রীরামপুরগামী হাওড়া লোকাল বাতিল থাকছে।

* বাতিল থাকছে ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিজ স্পেশাল। 

হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে ৪ জোড়া স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। 


 

POST A COMMENT
Advertisement