 mivor sex worker
mivor sex workerবহরমপুরে একাধিক হোটেলে নাবালিকাদের দিয়ে যৌনব্যবসা (sex worker) চালানোর অভিযোগ! শনিবার রাতে কয়েকটি হোটেলে হানা দিয়ে সেগুলির মালিক সহ প্রায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাদের।
রাত ন’টা নাগাদ বহরমপুর (Berhampore) শহরের ফরাসডাঙায় পুলিশ কয়েকটি হোটেলে হানা দেয়। সঙ্গে ছিলেন রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সোমা ভৌমিক।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই কিশোরীদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ আসছিল। রাজ্যের চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছেও ওই অভিযোগ যায়। তারপর থেকেই হোটেলগুলির উপর নজর রাখতে শুরু করে পুলিশ। এরপরই হাতেনাতে ধরা হয় অভিযুক্তদের।
রাজ্য চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সোমা ভৌমিক জানিয়েছেন, গ্রামের গরীর পরিবার থেকে কিশোরীদের নিয়ে এসে দেহব্যবসায় নামানো হচ্ছিল। যে কিশোরীদের উদ্ধার করা হয়েছে, তাদের হোমে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
'পদত্যাগ করতে বলতে পারেন না', অভিষেকের বিরুদ্ধে মুখ খুলেও পদ ছাড়লেন প্রধান