scorecardresearch
 

Sheikh Shahjahan: 'মুখ্যমন্ত্রী না-চাইলে শাহজাহান অ্যারেস্ট হবে না,' বিস্ফোরক দাবি অধীরের

শেখ শাহজাহান ধরা পড়বেন কিনা, তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন অধীররঞ্জন চৌধুরি।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • শেখ শাহজাহান ধরা পড়বেন কিনা, তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর।
  • মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন অধীররঞ্জন চৌধুরি।
  • সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে... বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে না।'

শেখ শাহজাহান ধরা পড়বেন কিনা, তা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর। মঙ্গলবার এমনই বিস্ফোরক দাবি করলেন অধীররঞ্জন চৌধুরি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে... বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে না।'

গত সপ্তাহে শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকরা রেইডে গিয়ে আক্রান্ত হন। তার পরেই শেখ শাহজাহানের জন্য লুকআউট নোটিশ জারি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর খোঁজ চলছে। এদিকে অধীর চৌধুরির দাবি, শাসক দলের লোক হওয়ায় তাঁকে এখনও গ্রেফতার করেনি পুলিশ। অধীর বলেন, 'নাটক-ফাটক করবে এখন।মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজনকে কি ডিজি অ্যারেস্ট করতে পারবে?'

অধীরের মতে, পুলিশ চাইলেই শেখ শাহজাহানকে পাকড়াও করতে পারে। 'ডিজি সাহেবে'র ক্ষমতার উপর পূর্ণ আস্থা তাঁর। কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ার কারণেই এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে ধরা যায়নি বলে দাবি অধীরের। তিনি বলেন, 'ডিজি মনে করলে চুটকি ভর বিষয়টা। এক চুটকিতে অ্যারেস্ট হয়ে যাবে, যদি ডিজি সাহেবকে নির্দেশ দেওয়া হয়। কারণ এখানকার ডিজি সাহেব এর আগে সফলতার সঙ্গে অনেক বড়-বড় তদন্ত সম্পন্ন করেছেন। দিদির নির্দেশে তিনি পরিচালিত হন। ফলে সারদা কান্ড লোকে জানতে পারে না।'

আরও পড়ুন

অধীর এরপর বলেন, 'শাহজাহান কান্ড লোকে কতটা জানবে আমার জানা নেই। কারন এই দিকের ডিজি-র যে ট্র্যাক রেকর্ড, তাতে তাঁর তৃণমূলের তাবেদারি করার একটা বিস্তারিত বর্ণনা আমাদের কাছে আছে। স্বাভাবিকভাবে পুরোটা নির্ভর করছে দিদি কি চাইছে তার উপরে।' এরপর একধাপ এগিয়ে অধীর চৌধুরি বলেন, 'বাংলার মুখ্যমন্ত্রীর চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে। বাংলার মুখ্যমন্ত্রী না চাইলে শাহাজাহান অ্যারেস্ট হবে না।'

প্রসঙ্গত, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও ফের প্রশ্ন তোলেন অধীর। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন অভিষেক ব্যানার্জির সম্পত্তি প্রকাশ করুন নিজেই। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'ক্ষমতা তো নেই, সঠিক দাবি এটা। যারা এত বড় বড় কথা বলে, বাংলার মানুষ তাদের সম্পত্তির হিসাব পাচ্ছে না কেন? অবশ্যই যদি দম থাকে বলে দিন।'

Advertisement

প্রসঙ্গত, সন্দেশখালির ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। পুলিশ বাংলাদেশ সীমান্তের দিকেও কড়া নজর রেখেছে। তদন্তকারীদের অনুমান, বাংলাদেশেও পালানোর চেষ্টা করতে পারেন শেখ শাহজাহান। ফলে সেই দিকেও আলাদা করে নজর রাখছে পুলিশ। 

উল্লেখ্য, গত রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, শাহজাহান কোথায় আছেন তিনি জানেন। রাজ্যের বিরোধী দলনেতা রবিবার সকালে দাবি করেন, 'বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল, পারেনি। লুকআউট নোটিশ হয়েছে, বাংলাদেশ সরকারকেও সতর্ক করেছে এজেন্সি। কোথাও যেতে পারবে না। ওঁ ছিল সন্দেশখালিতে বেরমজুর-২ গ্রাম পঞ্চায়েতে প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে। তৃণমূল কংগ্রেসের নেতারাই কাল মাঝরাতে, রাত একটায় আমাকে মেসেজ করে জানিয়েছে। এদেরকে জনগণই ধরিয়ে দেবে, চিন্তার কোনও কারণ নেই।'

Advertisement