Sheikh Shahjahan: শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর পথ দুর্ঘটনা, 'সরকারি মদতে খুনের চক্রান্ত,' দাবি BJP-র

ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতির শমীক ভট্টাচার্য তীব্র সুরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, 'এটা পরিকল্পিত স্টেট স্পনসর্ড হত্যার চক্রান্ত। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিলে সে বেঁচে যাবে, এটা অসম্ভব। তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।'

Advertisement
শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর পথ দুর্ঘটনা, 'সরকারি মদতে খুনের চক্রান্ত,' দাবি BJP-রশমীক ভট্টাচার্য।-ফাইল ছবি
হাইলাইটস
  • সন্দেশখালিতে বুধবার শাহজাহান শেখের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের।
  • মৃত্যু হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথের ছোট ছেলে ও গাড়িচালকের।

সন্দেশখালিতে বুধবার শাহজাহান শেখের মামলার অন্যতম সাক্ষীর আদালতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। মৃত্যু হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথের ছোট ছেলে ও গাড়িচালকের। মারাত্মক ভাবে জখম হয়েছেন ভোলানাথ নিজেও। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল বাংলায়।

মৃতের পরিবারের অভিযোগ, এটি মোটেই স্রেফ দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হামলা। কারণ, ঘটনাদিনেই আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন ভোলানাথ। শাহজাহানের বিরুদ্ধে ইডির উপর হামলার মামলায় তিনি অন্যতম প্রধান সাক্ষী। পরিবার দাবি করেছে, দীর্ঘদিন ধরেই তাঁদের দিকে হুমকি আসছিল। ভোলানাথের বড় ছেলে সরাসরি অভিযোগ করেন, 'বাবা-ভাইকে খুনের ষড়যন্ত্রই করা হয়েছিল। সেই পরিকল্পনা মতোই ঘটানো হয়েছে এই দুর্ঘটনা।'

ঘটনার পর রাজ্য বিজেপি সভাপতির শমীক ভট্টাচার্য তীব্র সুরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, 'এটা পরিকল্পিত স্টেট স্পনসর্ড হত্যার চক্রান্ত। শাহজাহানই তৃণমূল, তৃণমূলই শাহজাহান। তার বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিলে সে বেঁচে যাবে, এটা অসম্ভব। তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।'

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী হাইওয়েতে চারচাকা গাড়িটি উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে নয়ানজুলিতে পড়ে যায়। লরিটিও জলে উলটে পড়ে। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। জখমদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মিনাখাঁ হাসপাতালে এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে, লরির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। তবে মৃতের পরিবারের দাবি, ওই লরিচালক সন্দেশখালির বাসিন্দা এবং শাহজাহানের ঘনিষ্ঠ অনুগামী। তাঁদের অভিযোগ, পরিকল্পনা করেই গাড়িতে ধাক্কা মেরেছে সে।

জেলবন্দি শাহজাহান আগেও সন্দেশখালির বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ ছিল। বুধবারের দুর্ঘটনার পর সেই অভিযোগই আরও জোরাল হয়ে উঠেছে।

 

POST A COMMENT
Advertisement