scorecardresearch
 

Sikkim: বাংলা-সিকিম গুরুত্বপূর্ণ রাস্তা হঠাত্‍ বন্ধ, ভোগান্তির আশঙ্কা পর্যটকদের

বর্ষা উত্তরে প্রবেশ করতেই শুরু দুর্যোগ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সহ সিকিম। বেহাল পর্যটন। সিকিমের একাধিক রাস্তায় ধস নামার খবর আসছে। যাত্রী নিরাপত্তার কারণে তাই আগেই বাংলা-সিকিমের বন্ধ রাখা হল গুরুত্বপূর্ণ রাস্তা। বিপদ এড়াতে বন্ধ রাখা হল ১০ নম্বর জাতীয় সড়ক। বাংলা-সিকিম সংযোগকারী এই রাস্তা লাইফলাইন।

Advertisement
ধসে বন্ধ সড়ক (প্রতীকী ছবি) ধসে বন্ধ সড়ক (প্রতীকী ছবি)

Sikkim: বর্ষা উত্তরে প্রবেশ করতেই শুরু দুর্যোগ। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ সহ সিকিম। বেহাল পর্যটন। সিকিমের একাধিক রাস্তায় ধস নামার খবর আসছে। যাত্রী নিরাপত্তার কারণে তাই আগেই বাংলা-সিকিমের বন্ধ রাখা হল গুরুত্বপূর্ণ রাস্তা। বিপদ এড়াতে বন্ধ রাখা হল ১০ নম্বর জাতীয় সড়ক। বাংলা-সিকিম সংযোগকারী এই রাস্তা লাইফলাইন।

সিংটামে টানা বৃষ্টির জেরে ধস নামে সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু মানুষ। জাতীয় সড়কের দু'ধারে পর্যটকদের গাড়ির লম্বা লাইন। চলছে ধস সরানোর কাজ।

জুনের প্রথম সপ্তাহেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকে চলছে টানা বৃষ্টি। সিকিমের বহু পাহাড়ে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গেছে, ভেঙেছে বহু ঘরবাড়ি। সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার একটি গ্রামে পর পর আটটি বাড়ি ধসে যায়। প্রাণ হারান ৩ জন, এখনও নিখোঁজ বহু মানুষ। সিকিম জুড়ে এখনও উদ্ধারকাজ চলছে। ধসে ভেঙে পড়া বাড়ির নীচে এখনও অনেকে আটকে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

প্রসঙ্গত, গ্রীষ্মের দাবদাহ থেকে খানিক স্বস্তি পেতে পাহাড়মুখো হন বহু ভ্রমণপিপাসুরা। পাহাড়ের ঠান্ডায় দিনকয়েক গরমের জ্বালা জুড়াতে গরমের হট ফেভারিট ডেস্টিনেশন পাহাড়। তবে বর্ষা ঢুকে পড়ায় মাসের শুরু থেকেই টানা বৃষ্টিতে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও সিকিমে আটকে রয়েছেন বহু পর্যটক। 

Advertisement