Lagnajita Chakraborty: লগ্নজিতাকে হেনস্থা, কর্তব্যে 'গড়িমশি ও গাফিলতি,' কার্যত মেনেই নিল পুলিশ

লগ্নজিতাকে হেনস্থায় অভিযুক্ত TMC-র মেহবুব মোল্লা গ্রেফতার। সোমবার তাঁকে তোলা হবে আদালতে। গোটা ঘটনাটি আরও সংবেদনশীল ভাবে সামাল দেওয়া যেত, কর্তব্য গড়িমশি হয়েছে তা কার্যত মেনেই নিল পুলিশ।

Advertisement
 লগ্নজিতাকে হেনস্থা, কর্তব্যে 'গড়িমশি ও গাফিলতি,' কার্যত মেনেই নিল পুলিশলগ্নজিতা চক্রবর্তী
হাইলাইটস
  • লগ্নজিতাকে হেনস্থায় অভিযুক্ত মেহবুব গ্রেফতার
  • ঘটনায় গড়িমশি মেনে নিল পুলিশ
  • কী বলছেন পুলিশ সুপার?

সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে 'জাগো মা' গানটি গাওয়ায় হেনস্থার অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের স্কুলমালিক মেহমুব মল্লিকের বিরুদ্ধে। তিনি স্থানীয় তৃৃণমূল নেতা হিসেবেও পরিচিত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা আরও দক্ষ এবং সংবেদনশীল ভাবে সামাল দেওয়া যেত বলে মনে করছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিথুন দে। অর্থাৎ কর্তব্য গাফিলতি এবং গড়িমশি হয়েছে তা কার্যত মেনেই নিল। 

গ্রেফতার তৃণমূলের মেহবুব মোল্লা

গায়িকা লগ্নজিতা চক্রবর্তীকে 'জাগো মা' গান গাইতে বাধা দেওয়া এবং হেনস্থার ঘটনায় পূর্ব মেদিনীপুরে গ্রেফতার করা হয়েছে মেহবুব মল্লিককে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাঁর পুলিশি হেফাজন চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

কী বলছে পুলিশ?

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিথুন দে বলেন, 'এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্তকে গ্রেফতারের সিদ্ধান্ত নিই। সে পলাতক থাকায় আমরা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছিলাম। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং সোমহার তাঁকে আদালতে পেশ করা হবে। পরবর্তী তদন্তের স্বার্থে আমরা তাঁর রিমান্ড চাইব।' তাঁর সংযোজন, 'আমরা গায়িকার সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছি। তিনি আমাদের যা জানিয়েছেন, তাতে মনে হয়েছে থানার পক্ষ থেকে বিষয়টি আরও ভাল ভাবে মোকাবিলা করা যেত। এ বিষয়ে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি আরও দক্ষ ও সংবেদনশীলভাবে সামাল দেওয়া সম্ভব ছিল।'

ঘটনাটি ঠিক কী? 

ভগবানপুরের একটি অনুষ্ঠানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী দেবী চৌধুরানী সিনেমার গান ‘জাগো মা’ গাইছিলেন। অভিযোগ, সেই গানকে ‘ধর্মনিরপেক্ষ নয়’ বলে মঞ্চেই আপত্তি তোলেন মেহবুব মল্লিক ও তাঁর অনুগামীরা। শিল্পীর অভিযোগ, গান বন্ধ করাতে তাঁকে ভয় দেখানো হয়। মঞ্চে উঠে মারধরের চেষ্টাও করা হয়েছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান মাঝপথেই বন্ধ করে কলকাতায় ফিরে যান লগ্নজিতা ও তাঁর সহযোগীরা।

POST A COMMENT
Advertisement