scorecardresearch
 

Howrah-Tarakeswar Train Service: হাওড়া-তারকেশ্বর লাইনে ২ দিন বন্ধ ট্রেন চলাচল, বিকল্প রুট কী? জানুন

Howrah-Tarakeswar Train Service: প্রবল যাত্রী ভোগান্তি হতে চলেছে আগামী দু'দিন। ২২ ও ২৩ জানুয়ারি হাওড়ার সিঙ্গুর এবং নালিকুল স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য দু'দিনের ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। হাওড়া-তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে সিঙ্গুর থেকে নালিকুলের ট্রেন চলাচল ২২ জানুয়ারি রবিবার এবং ২৩ জানুয়ারি সোমবার বন্ধ থাকবে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রবল যাত্রী ভোগান্তি হতে চলেছে আগামী দু'দিন
  • ২২ তারিখ রাত ৮টা থেকে কোনও ট্রেন চলবে না
  • ২৩ তারিখ বিকেল ৫টার পর ফের হাওড়া - তারকেশ্বর বিভাগে ট্রেন চলবে

Howrah-Tarakeswar Train Service: প্রবল যাত্রী ভোগান্তি হতে চলেছে আগামী দু'দিন। ২২ ও ২৩ জানুয়ারি হাওড়ার সিঙ্গুর এবং নালিকুল স্টেশনে নন ইন্টারলকিং কাজের জন্য দু'দিনের ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। হাওড়া-তারকেশ্বর ব্রাঞ্চ লাইনে সিঙ্গুর থেকে নালিকুলের ট্রেন চলাচল ২২ জানুয়ারি রবিবার এবং ২৩ জানুয়ারি সোমবার বন্ধ থাকবে।

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে এও উল্লেখ করা হয়েছে, ২২ তারিখ রাত ৮টা থেকে কোনও ট্রেন চলবে না। ২৩ তারিখ বিকেল ৫টার পর ফের হাওড়া - তারকেশ্বর বিভাগে ট্রেন চলবে। ইতিমধ্যেই হাওড়া-তারকেশ্বর, হাওড়া-গোঘাট লাইনে একাধিক আপ ও ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

বিশেষ EMU লোকাল পরিষেবা-
যাত্রীদের সুবিধার জন্য,২২ তারিখে ৬ জোড়া EMU লোকাল হাওড়া ও দিয়ারার মধ্যে চলবে এবং ২৩ তারিখে হাওড়া ও দিয়ারার মধ্যে ৫ জোড়া EMU লোকাল চলবে৷ এছাড়াও, ২২ এবং ২৩ তারিখে গোঘাট এবং হরিপালের মধ্যে ৩ জোড়া EMU স্পেশাল চলবে৷ এই বিকল্প ট্রেনগুলি এই সময়ে ব্যবহার করতে পারেন।

হাওড়া, তারকেশ্বর, আরামবাগ, গোঘাট ও সিঙ্গুরের আপ ও ডাউন মিলিয়ে দু'দিনে একগুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। হাওড়া বিভাগের সিঙ্গুর এবং নালিকুল স্টেশনগুলির মধ্যে ডাউন লাইনে ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কারণে ট্রেনগুলি যেগুলি সিঙ্গুর এবং নালিকুল স্টেশনগুলির মধ্যে একটি লাইনে কাজ করার জন্য ২০ তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছিল, তা ২৪ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

Advertisement