কোন ভুলে হতে পারে জেল? ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। SIR পর্বে ভোটারদের ফিলআপ করতে হচ্ছে এনুমারেশন ফর্ম। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে এই ফর্ম জমা করার তারিখ বাড়িয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই SIR-এর ফর্ম ফিলআপের সময়ে একটি সামান্য ভুল আপনাকে হাজবাস করাতে পারে, তা জানেন?
SIR পর্বে মৃত ও অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পাশাপাশিই নিশ্চিত করা হচ্ছে, কোনও মতেই যাতে এক ব্যক্তি দুই এলাকার ভোটার হিসেবে চিহ্নিত না হন। কিন্তু অনেক মানুষ তাঁদের জন্মস্থান, গ্রাম বা শহর থেকে দূরে পেশাগত কারণে চলে গিয়েছেন। বর্তমানে অন্যত্র বাস করছেন এবং দীর্ঘ সময় ধরে জন্মস্থান থেকে দূরে থাকায় সেখানকার ভোটারও হয়ে গিয়েছেন। সেখানকার ভোটার তালিকাতেই নাম রেজিস্টার্ড রয়েছে। SIR ফরম ফিলআপের সময়ে এই ব্যক্তিদেরই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে।
আলাদা আলাদা ফর্ম ফিলআপ নয়
যদি কোনও ব্যক্তির নাম দু'টি ভিন্ন এক্তিয়ারের ভোটার তালিকায় থাকলে, তাহলে যে কোনও একটি থেকে নাম বাদ দিতে হবে। উভয় এলাকার তালিকা থেকে SIR ফর্ম ফিলআপ করা যাবে না। নচেৎ তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।
হতে পারে হাজতবাসও!
যদি আপনার নাম দু'টি জায়গার ভোটার তালিকায় থাকে এবং দু'টি জায়গা থেকেই SIR ফর্ম ফিলআপ করেন, তাহলে আপনাকে হাজবাসও করতে হতে পারে। কারণ SIR-এর সময়ে আপনাকে ঘোষণা করতে হবে, আপনি শুধুমাত্র একটি এলাকারই ভোটার। যদি SIR-এ দেওয়া কোনও তথ্য নিশ্চিত না হয় বা ভুল তথ্য দেওয়া হয়, তাহলে এটি ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নম্বর ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেহে বিবেচিত হবে। এর জন্য আপনাকে ১ বছরের কারাদণ্ড বা জরিমানা করা হতে পারে।
দুই জায়গার ভোটার তালিকায় নাম থাকলে কী করবেন?
যদি কারও নাম দুই এলাকার ভোটার তালিকায় থাকে অথবা ভুল করে দুই জায়গার SIR ফর্ম ফিলআপ করে থাকেন, তাহলে প্রথমে তাঁদের BLO-র সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁদের ফর্ম ৭ পূরণ করে জমা করতে হবে।
ফর্ম ৭ কী?
ভোটার তালিকা থেকে আপনার বা অন্য কারও নাম বাদ দিতে হলে আপনাকে ফর্ম ৭ পূরণ করতে হবে। আবেদনকারীদের তাঁদের BLO-র নির্দেশনায় এই ফর্মটি পূরণ করতে হবে।
এই আবেদনটি সেই নির্বাচনী এলাকার ভোটার তালিকায় বর্তমানে রেজিস্টার্ড একজন ভোটারই করতে পারেন। অথবা যার নাম কোনও একটি এলাকার ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, তিনি নিজেও আবেদন করতে পারেন। কোনও আত্মীয়ও তাঁর পক্ষে আবেদন জানাতে পারেন।
কীভাবে বাদ যাবে নাম?
ফর্ম ৭ পূরণ করতে আবেদনকারীকে তাঁর নাম, EPIC নম্বর এবং তাঁর অথবা তাঁর আত্মীয়ের (পিতা/মাতা/আইনি অভিভাবক) মোবাইল নম্বর দিতে হবে।
আবেদনকারীকে অবশ্যই একটি বিকল্পে টিক দিতে হবে যার জন্য তিনি আবেদন করতে চান। ভোটার তালিকা থেকে তাঁদের নাম, তাঁদের আত্মীয়ের নাম অথবা অন্য কারও নাম বাদ দেওয়ার জন্য সেই বিকল্পের নীচের কারণগুলির মধঅযে একটিতে টিক দিতে হবে। বাদ দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যেমন ভোটারের মৃত্যু, অল্প বয়স, অনুপস্থিতি/স্থায়ী ভাবে স্থান পরিবর্তন, ইতিমধ্যেই একই জায়গায় বা অন্য কোছাও ভোটার তালিকায় নাম থাকা, ভারতীয় নাগরিক না হওয়া।
যদি আপনার ভোটার তালিকায় দুটি জায়গায় নাম থাকে, তাহলে এক জায়গা থেকে আপনার নাম বাদ দেওয়া প্রয়োজন। এর জন্য, ফর্ম ৭ পূরণ করে জমা দিতে হবে। আবেদনকারীকে একটি ঘোষণাপত্রও দিতে হবে যাতে বলা থাকবে, আবেদনে উল্লেখিত তথ্য এবং বিবরণ সত্য। এরপরই আবেদনকারীর নাম দু'টির মধ্যে একটি তালিকা থেকে বাদ পড়বে। ঘোষণাপত্রে কোনও মিথ্যা বিবৃতি দেওয়া ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। যার শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দণ্ড। এর অর্থ হল, SIR-এ মিথ্যা তথ্। প্রদান বা গোপন করার ফলে জেল-জরিমানা হতে পারে।