SIR Form Fill Up: বাড়িতে BLO এলে কী কী করতে হবে? সহজে বুঝে নিন, সংশয় কাটান

আপনার বাড়িতে BLO এখনও পৌঁছননি? BLO পৌঁছলে আপনার ঠিক কী কী করণীয় জানেন কী? সহজেই বুঝে নিন বিষয়টা। কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে তা-ও জেনে নিন...

Advertisement
বাড়িতে BLO এলে কী কী করতে হবে? সহজে বুঝে নিন, সংশয় কাটানমদন মিত্র ও মালায় রায়ের বাড়িতে BLO
হাইলাইটস
  • আপনার বাড়িতে BLO পৌঁছলে কী করণীয়?
  • কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?
  • জেনে নিন বিস্তারিত

৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম হাতে বাড়ি বাড়ি পৌঁছতে শুরু করেছেন বুথ লেভেল অফিসার অর্থাৎ BLO-রা। এই এনুমারেশন পর্ব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা যথাযথ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। আর তাতে আপনাকে সহায়তা করবেন BLO-রা। তবে এখনই তাঁদের হাতে কোনও নথি দিতে হবে না, স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বাড়িতে BLO পৌঁছলে ঠিক কী করবেন সেই আধিকারিকরা? আপানার দায়িত্বের মধ্যেই বা কী পড়ছে? আতঙ্কিত বা বিভ্রান্ত না হয়ে সম্পূর্ণ প্রক্রিয়া বুঝে নিন।  

BLO-র কাজ কী?
এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর তা যথাযথ তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। BLO  কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠিয়ে দেবেন। তার পরেও কেউ বা কোনও পরিবার খবর না পেলেও অসুবিধা নেই। BLO একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে ৩-৪ বার যাবেন। ফর্ম ফিল আপে তাঁরাই সহায়তা করবেন। একাধিকবার আপনার বাড়ি গিয়ে ফিল আপ করা ফর্মও তাঁরাই সংগ্রহ করে আনবেন। 

ভোটারদের দেখা না পেলে, বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে ঢুকিয়ে দিয়ে আসতে হবে এনুমারেশন ফর্ম। প্রতিটি এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর স্বাক্ষর স্বাক্ষর করতে হবে। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন, সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে। কোনও ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তাঁর হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে জমা দিতে পারবেন। তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তাঁর সঙ্গে সর্ম্পক। প্রত্যেক ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম পৌঁছবে ৷ ফর্মে আগে থেকেই সংগ্রহ করা কিছু তথ্য দেওয়া থাকবে যেগুলো মিলিয়ে দেখতে হবে তথ্যগুলি ঠিক আছে কি না।

ফর্মে কী কী থাকবে?
ফর্মে নাম ও BLO-র নম্বর থাকবে। সেটি নোট করে রাখতে হবে। এছাড়াও জন্ম তারিখ (dd/mm/yy) অর্ডারে ফিল আপ করতে হবে। আধার নম্বর লেখা ঐচ্ছিক। মোবাইল নম্বর, বাবা ও মায়ের নাম লিখতে হবে। বাবা-মায়ের EPIC নম্বর থাকলে তা-ও লিখে দিতে পারেন। একইভাবে স্বামী বা স্ত্রীয়ের নাম লিখে তাঁর EPIC নম্বর লেখাও ঐচ্ছিক। ফর্মের শেষে SIR বা ২০০২ সালের তালিকার ক্রম নম্বর লেখার জায়গা থাকবে। সেখানে নাম ও EPIC নম্বর লিখতে হবে। যদি নিজের নাম না থাকে তবে বাবা ও মায়ের নাম থাকলে তাঁদের নাম, সম্পর্ক ও EPIC নম্বর বসাতে হবে। জেলা, রাজ্য ও বিধানসভা কেন্দ্রের নামও লিখতে হবে। সবক্ষেত্রেই সহায়তা করবেন BLO। ফর্মের শেষে ভোটারের স্বাক্ষর বা আঙুলের ছাপ দিতে হবে। 

Advertisement

আপনার কী করণীয়?

২টি এনুমারেশন ফর্মই ফিল আপ করতে হবে আপনাকে। তবে জমা করার আগে অবশ্যই খেয়াল রাখবেন ২টিতেই যেন BLO-র স্বাক্ষর থাকে। একটি ফর্ম আপনার নিজের কাজে রেখে দেবেন। আর একটি BLO-কে দিয়ে দেবেন। SIR সংক্রান্ত যে কোনও সংশয় থাকলে আপনি BLO-কে জিজ্ঞাসা করে নিতে পারেন। তবে কোনও মতেই এই মুহূর্তে BLO-র হাতে কমিশনের নির্দিষ্ট করে দেওয়া ১১টি নথির কোনওটিই দিতে হবে না। উল্লেখ্য, ৪ ডিসম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এরপর ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং। সেই হিয়ারিং পর্বেই কমিশনের কাছে ১১টি নথির ১টি দেখাতে হবে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা-মায়ের নাম না থাকলে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 

 

POST A COMMENT
Advertisement