SIR Online Form Fill Up: অনলাইনে SIR ফর্ম ফিল আপ করে কীভাবে সাবমিট করবেন? নিয়ম জেনে নিন

যারা রাজ্য বা দেশের বাইরে রয়েছে অথবা কোনও কারণে BLO-র হাত থেকে অফলাইনে ফর্ম নিতে পারেনি, তাদের জন্য অনলাইনে ফর্ম ফিল আপের বন্দোবস্ত রেখেছে নির্বাচন কমিশন। কিন্তু অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, কীভাবে সাবমিট করা যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

Advertisement
অনলাইনে SIR ফর্ম ফিল আপ করে কীভাবে সাবমিট করবেন? নিয়ম জেনে নিনঅনলাইনে ফর্ম সাবমিট করবেন কীভাবে?
হাইলাইটস
  • কোনও কারণে BLO-র হাত থেকে অফলাইনে ফর্ম নিতে পারেননি?
  • অনলাইনে ফর্ম ফিল আপের বন্দোবস্ত কমিশনের
  • সাবমিট করার নিয়ম জেনে নিন

চলছে SIR-এর ফর্ম ফিল আপ প্রক্রিয়া। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম হাতে পৌঁছে যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা (BLO)। আবার অনলাইনেও ফিল আপ করা যাচ্ছে এই ফর্ম। সে পদ্ধতিতও চালু করেছে নির্বাচন কমিশন। কিন্তু অনলাইনে কীভাবে ফর্ম ফিল সাবমিট করবেন, সে পদ্ধতি নিয়ে অনেকেরই বিভ্রান্তি তৈরি হচ্ছে। জেনে নিন কমিশন কী বলছে...

প্রত্যেক ভোটারকেই ফর্ম ফিল আপ করার পর তা জমা করতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। eci.gov.in ওয়েবসাইটের মাধ্যমই কতগুলি স্টেপ ফলো করে সাবমিট করা যাবে অনলাইন এনুমারেশন ফর্ম। 

রইল স্টেপ বাই স্টেপ গাইড
> voters.eci.gov.in-এ ঢুকুন
> 'Fill Enumeration Form' অপশনে ক্লিক করুন
> মোবাইল বা EPIC নম্বর দিয়ে লগ ইন করুন
> রাজ্য সিল্কেট করে EPIC নম্বর বসান
> আপনার ভোটার তথ্য স্ক্রিনে ভেসে উঠবে, তা যথাযথ রয়েছে কি না যাচাই করে নিন
> এনুমারেশন ফর্ম অনলাইনে ফিল আপ করার আগে অবশ্যই নিজের মোবাইল নম্বর EPIC কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে রাখুন
> লিঙ্ক না থাকলে সরাসরি তা করতে ফর্ম ৮ জমা করতে হবে। এর জন্য 'Correction Of Entries In Existing Electoral Roll' অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিন
> এবার এনুমারেশন ফর্ম ফিল আপ করে ২০০২ সালের তথ্য বসান
> যে কলামগুলি ফিল আপ করতে হবে সেগুলি হল, জন্মের তারিখ, আধার নম্বর (ঐচ্ছিক), মোবাইল নম্বর, পিতার নাম, পিতার এপিক নম্বর (যদি থাকে),মায়ের নাম, মায়ের এপিক নম্বর (যদি থাকে), বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর এপিক নম্বর (যদি থাকে)
>  ২০০২ এর ভোটার তালিকায় নাম থাকলে বা বাবা-মায়ের নাম থাকলে তাঁদের সেই কপি স্ক্রিনশট আপলোড করতে হবে
> ২০০২ সালের ভোটার তালিকায় কারও নামই না থাকলে কমিশনের নির্দেশ করে দেওয়া ১১টির নথির যে কোনও একটি ডকুমেন্টে টিক দিতে হবে
> ই-স্বাক্ষর বসান
> সাবমিট করুন

Advertisement

উল্লেখ্য, ৪ ডিসম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানানো যাবে। এরপর ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং। সেই হিয়ারিং পর্বেই কমিশনের কাছে ১১টি নথির ১টি দেখাতে হবে, ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা-মায়ের নাম না থাকলে। ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। 
 
 

 

POST A COMMENT
Advertisement