South Dinajpur Minor Girl Smart Phone : স্মার্টফোন কেনার টাকা জোগাড়ে রক্ত বিক্রি করতে গেল নাবালিকা, তোলপাড় বালুরঘাট

একটা স্মার্টফোন কেনার ইচ্ছে ছিল। কিন্তু আর্থিক সামর্থ্য ছিল না। তাই নিজের রক্ত বিক্রি করতে সটান হাসপাতালে হাজির নাবালিকা। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। সোমবারের এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সেখানে।

Advertisement
স্মার্টফোন কেনার টাকা জোগাড়ে রক্ত বিক্রি করতে গেল নাবালিকা, তোলপাড় বালুরঘাট প্রতীকী ছবি
হাইলাইটস
  • একটা স্মার্টফোন কেনার ইচ্ছে ছিল
  • কিন্তু আর্থিক সামর্থ্য ছিল না
  • তাই নিজের রক্ত বিক্রি করতে সটান হাসপাতালে হাজির নাবালিকা।

একটা স্মার্টফোন কেনার ইচ্ছে ছিল। কিন্তু আর্থিক সামর্থ্য ছিল না। তাই নিজের রক্ত বিক্রি করতে সটান হাসপাতালে হাজির নাবালিকা। ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। সোমবারের এই ঘটনায় তোলপাড় পড়ে যায় সেখানে। যদিও ওই ব্লাডব্যাঙ্কের কর্মীরা ওই নাবালিকার উদ্দেশ্য জানতে পারেন। তাঁকে রক্ত তেওয়া থেকে বিরত থাকেন। 

হাসপাতালের তরফেই খবর দেওয়া হয় জেলা চাইল্ডলাইনে। সেখানকার কর্মীরা এসে ওই নাবালিকাকে আটক করে। নিয়ে যাওয়া হয় বালুরঘাট চাইল্ডলাইনে। 

ওই হাসপাতালের এক কর্মী জানান, সকাল ১০টা নাগাদ বছর ষোলোর ওই কিশোরী হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আসে। সে জানায়, রক্ত বিক্রি করতে ইচ্ছুক। আর তা শুনেই তাঁরা অবাক হয়ে যান। বুঝতে পারেন বাড়িতে না জানিয়ে সে এসেছে এখানে। 

আরও পড়ুন : DA West Bengal Latest Updates : দীপাবলির মধ্যেই রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন? সম্ভাবনা কিন্তু রয়েছে

স্থানীয় সূত্রে খবর, সেদিন সকালে বাড়ি থেকে সে বের হয় টিউশন পড়ার নাম করে। তপনে বাস ধরে সে চলে আসে হাসপাতালে। দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। 

নাবালিকার বাবা বলেন, 'ও যখন বাড়ি থেকে বের হয় তখন আমি ছিলাম না। কীভাবে যে রক্ত বেচার পরিকল্পনা ওই মাথায় এল আমার জানা নেই। এই ঘটনায় আমি হতবাক।'জানা গেছে, ওই নাবালিকার বাবা পেশায় সব্জি বিক্রেতা। মা গৃহবধূ ও ভাই ক্লাস ফোরের ছাত্র। 

আরও পড়ুন : Wb Tet Latest Update : প্রাইমারি TET-এর ফর্ম কী কী কারণে বাতিল হতে পারে, আবেদনের আগে জানুন

এদিকে চাইল্ডলাইন ওই নাবালিকার  পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাদের হাতে নাবালিকাকে তুলে দেয়। চাইল্ড লাইনের এখ সদস্য জানান, 'আমরা যখন তাকে জিজ্ঞাসা করি তখন প্রথমে সে জানায়, ভাইয়ের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তবে পরে সে জানায়, মোবাইল কেনার টাকা জোগাড় করতেই রক্ত বেচার পরিকল্পনা করে। এমনকী সে কোনও এক আত্মীয়ের মাধ্যমে অনলাইনে ফোনের অর্ডারও দিয়েছিল। তবে টাকা জোগাড় হয়নি।' 

Advertisement

 

POST A COMMENT
Advertisement