scorecardresearch
 

বিজেপি কর্মীদের সামাজিক বয়কট তৃণমূলের! মুখ খুললেন দেব

কেশপুরে মহিষদাতে ১৮ জন বিজেপি কর্মীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। তা নিয়ে পোস্টারও পড়েছে। পোস্টারের উপরে লেখা রয়েছে মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বয়কটের এই পোস্টার সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল। যা নিয়ে বেশ অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস।

Advertisement
দেব দেব
হাইলাইটস
  • মহিষদায় বিরোধী দলের ১৮ সদস্যকে সামাজিক বয়কটের ডাক
  • অভিযুক্ত তৃণমূল, যদিও তা মানতে নারাজ সাংসদ দেব

কেশপুরে মহিষদাতে ১৮ জন বিজেপি কর্মীকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। তা নিয়ে পোস্টারও পড়েছে। পোস্টারের উপরে লেখা রয়েছে মহিষদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বয়কটের এই পোস্টার সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।  যা নিয়ে বেশ অস্বস্তিতে শাসকদল তৃণমূল কংগ্রেস। নেটিজেনদের একাংশ তৃণমূলের এই ভূমিকার সমালোচনা করেছেন। এবার তা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। 

সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, 'এই পোস্টার সামনে আসার পর আমি দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন, এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। যদিও কোন দল একাজ করেছে তা আমার কাছে বড় কথা নয়। তবে যেই করুক না কেন, এই ধরনের কাজ আমি সমর্থন করি না। আমি শপথ নেওয়ার সময় বলেছিলাম, মানুষের পাশে থাকব। এমন নয় যারা ভোট দিয়েছেন, শুধু তাঁদের পাশেই থাক। আমি প্রত্যেকের সঙ্গে থাকব। তাই দয়া করে দলের নামে অপপ্রচার করবেন না। আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এটাকে আরও কঠিন করে তুলবেন না। আসুন, ঐক্যবদ্ধ হয়ে ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করি।' 

প্রসঙ্গত, কেশপুরের এই মহিষদা গ্রামে দেবের পৈতৃক ভিটে। তবে দেব যাই বলুন না কেন, বিজেপির অভিযোগ, তৃণমূলই এই কুকর্মের সঙ্গে জড়িত। 

ওই পোস্টারে ১৮ জনকে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাদের দোকানে জিনিসপত্র দেওয়া বা চায়ের দোকানে ঢোকা- সবক্ষেত্রে বয়কটের দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যাদের নাম পোস্টারে আছে তাদের বেশিরভাগই বিজেপি কর্মী। 

Advertisement