সৌরভ গাঙ্গুলি ও লিও মেসি।-ফাইল ছবিপ্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কলকাতার আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। লালবাজারে দায়ের করা অভিযোগে সৌরভের দাবি, যুবভারতী স্টেডিয়ামে মেসি অনুষ্ঠানের ঘটনায় ইচ্ছাকৃতভাবে তাঁকে জড়িয়ে মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর মন্তব্য করেছেন উত্তম সাহা।
অভিযোগপত্রে সৌরভ উল্লেখ করেছেন, তিনি ওই অনুষ্ঠানে শুধুমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইভেন্টের আয়োজন বা ব্যবস্থাপনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। তা সত্ত্বেও কোনও তথ্যগত ভিত্তি ছাড়াই প্রকাশ্যে তাঁকে অভিযুক্ত করা হয়েছে, যা তাঁর সামাজিক ভাবমূর্তি ও সম্মানকে ক্ষুণ্ণ করেছে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উত্তম সাহা দাবি করেন, মেসির কলকাতা সফরের আয়োজক শতদ্রু দত্তের পিছনে সৌরভ গাঙ্গুলির হাত রয়েছে। পাশাপাশি সৌরভকে ‘চিটিংবাজ’ বলেও কটাক্ষ করা হয়। এমনকি শতদ্রু দত্তকে সৌরভের ‘টেনিয়া’ বলেও উল্লেখ করা হয় বলে অভিযোগ। এই মন্তব্যগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক।
সৌরভের আইনজীবীদের তরফে জানানো হয়েছে, এই মন্তব্যগুলি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। তাই উত্তম সাহাকে আইনি নোটিস পাঠিয়ে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। পাশাপাশি অবিলম্বে ওই মন্তব্যের সমস্ত ভিডিও ও কনটেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, মেসির কলকাতা সফর ঘিরে যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার পর রাজ্য রাজনীতিতেও তোলপাড় শুরু হয়। কেন হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতে পেলেন না, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই ঘটনায় তদন্ত কমিটির শোকজের মুখে পড়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারসহ একাধিক আধিকারিক।
এই আবহেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।