স্ত্রীয়ের কাকাকে বাবা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, অভিযুক্ত ক্যানিংয়ের যুবক

বেশ কিছু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। সফিক গাজি নামে ওই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজিকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজি।

Advertisement
স্ত্রীয়ের কাকাকে বাবা সাজিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, অভিযুক্ত ক্যানিংয়ের যুবকঅভিযুক্ত যুবক

বেশ কিছু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছিলেন এক যুবক। সফিক গাজি নামে ওই যুবক বাংলাদেশি হলেও বর্তমানে তাঁর এদেশের ভোটার কার্ড, আধার কার্ড সবই তৈরি হয়েছে। সমস্ত পরিচয় পত্রে তাঁর স্ত্রীর কাকা জয়নাল গাজিকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন সফিক। বিষয়টি জানতে পেরে ঘটনার প্রতিবাদ করে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজি। SIR আবহে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ছোট দুমকি গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, দিল্লিতে সালেমা গাজির সঙ্গে পরিচয় হয় সফিকের। বাংলাদেশ থেকে এসে দিল্লিতেই থাকতো সফিক। সালেমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ক্যানিংয়ে চলে আসে সে। সেখানে শ্বশুরবাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকে সফিক। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে সালেমার কাকা জয়নাল গাজির পরিচয় পত্র ভাঁড়িয়ে তাঁকে বাবা সাজিয়ে নিজের ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে সফিক। বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিলেন জয়নাল। ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। 

SIR আবহে রাজ্য জুড়ে ভুয়ো নাগরিকদের শনাক্ত করার তোড়জোড় শুরু হতেই ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জয়নাল। নির্বাচন কমিশনে নতুন করে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন তিনি। জয়নাল বলেন, “আমার মোট পাঁচ সন্তান। একটি মেয়ে মারা গিয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে সকলেই বিবাহিত। সফিক গাজি সম্পর্কে আমার জামাই হয়। বড়দার মেয়েকে বিয়ে করেছে সে। বাংলাদেশ থেকে বেশ কিছু বছর আগে এদেশে চলে এসেছে বলে শুনেছি। তবে আমার কাগজপত্র হাতিয়ে কিভাবে নিজের পরিচয় পত্র বানিয়েছে জানা নেই। আমি ওঁর বাবা নই।”

এই ঘটনার পর থেকে সফিক গাজি গা ঢাকা দিয়েছেন। যদিও তাঁর স্ত্রী সালেমা গাজি দাবি করেছেন, জয়নাল গাজিই সফিকের বাবা। সম্পত্তি নিয়ে বিবাদের জন্য মিথ্যা অভিযোগ করছেন তিনি। 

Advertisement

ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহকুমা প্রশাসন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ নিয়ে বিজেপির অভিযোগ, তৃণমূল নেতার মদতেই এসব হয়েছে। হাজার হাজার টাকা দিয়ে এসব করা হয়েছে। এরকম সফিক গাজি রাজ্যে আরও অনেক রয়েছে। SIR হলে এসব বেরিয়ে আসবে। 

এনিয়ে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বলেন, বাংলাদেশ থেকে সবথেকে বেশি হিন্দু ভাইবোনেরা সবথেকে বেশি ভারতবর্ষে এসেছে। SIR হচ্ছে, সবকিছু আইন মোতাবেক হবে। বিজেপি সবেতেই তৃণমূলের ভূত দেখছে।

POST A COMMENT
Advertisement