দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে ভয়াবহ দুর্ঘটনা। মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মা ও তাঁর দুই কন্যার। টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে দেওয়ালের ভেজা মাটি আলগা হয়ে যায়। শুক্রবার ভোরে আচমকাই ভেঙে পড়ে ঘরের একাংশ। ঘুমিয়ে থাকা তিনজনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরেই চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিল। ভগ্নদশা মাটির ঘরই ছিল তাঁদের একমাত্র আশ্রয়। প্রতিবেশীরা জানিয়েছেন, বারবার বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও পরিবারের মাথার উপর নতুন ছাদ তৈরি হয়নি। অভিযোগ উঠছে, সরকারি আবাস যোজনার সুবিধা পেয়েছিলেন এই পরিবারটি। কিন্তু ভাঙাচোরা ঘরেই দিন কাটছিল মা ও তাঁর দুই কন্যার। আর তারই পরিণতি হল এমন মর্মান্তিক দুর্ঘটনা।
ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন, কেন এই পরিবারটি সরকারি আবাসের টাকা পেয়েও ঘর তৈরি করতে পারেনি। তাঁদের দাবি, এলাকাজুড়ে বহু ভগ্নদশা মাটির ঘরে মানুষ বসবাস করেন। বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের সময় প্রাণ সংশয় থেকে যায় প্রতিটি পরিবারের। দ্রুত সরকারি উদ্যোগ না নিলে একই ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।