South 24 Parganas Physical Harassment Case: স্কুলের শৌচালয়ে এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

ক্লাস এইটের ছাত্রীকে স্কুলের শৌচালয়ে আটকে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)। এমনকি ওই ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নির্যাতিতা বা তার পরিবার যাতে থানার দ্বারস্থ না হয়, সেজন্য শাসানো হয় বলেও অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
স্কুলের শৌচালয়ে এইটের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেফতারপ্রতীকী ছবি।
হাইলাইটস
  • ক্লাস এইটের ছাত্রীকে স্কুলের শৌচালয়ে আটকে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে।
  • ঘটনায় শোরগোল পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)।

ক্লাস এইটের ছাত্রীকে স্কুলের শৌচালয়ে আটকে ধর্ষণের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় শোরগোল পড়ল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে (Kakdwip)। এমনকি ওই ছাত্রীর পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নির্যাতিতা বা তার পরিবার যাতে থানার দ্বারস্থ না হয়, সেজন্য শাসানো হয় বলেও অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার পরিবারের বয়ান অনুযায়ী, ঘটনাটি ২১ জুলাইয়ের। ওই ছাত্রী স্কুলের শৌচালয়ে গিয়েছিল। অভিযোগ, সেখানে আটকে রেখেই ধর্ষণ করেন এক পার্শ্ব শিক্ষক। শুধু তাই নয়, অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে শৌচালয়ের ভেতরেই আটকে বাইরে থেকে তালা দিয়ে চলে যান অভিযুক্ত শিক্ষক। বাইরে মুখ না খোলার জন্য নির্যাতিতাকে মারধরও করা হয় বলেও অভিযোগ। দীর্ঘক্ষণ ওই ছাত্রীকে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। নির্যাতিতার পরিবারের দাবি, শৌচালয়ের দরজার বাইরে তালা ঝোলানো থাকায়, সন্দেহ হয় অন্যান্য পড়ুয়াদের। শিক্ষক ও পড়ুয়াদের সাহায্যে উদ্ধার করা হয় ওই ছাত্রীকে।

বাড়িতে এসে গোটা বিষয়টি খুলে বলে ছাত্রী। প্রধান শিক্ষকের দ্বারস্থ হয় নির্যাতিতা ছাত্রীর পরিবার। কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর থেকে নির্যাতিতার পরিবারের ওপর থানায় না যাওয়ার জন্য তৃণমূলের স্থানীয় নেতারা চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ।

সূত্রের খবর, প্রথমটায় ভয় পেয়ে গিয়েছিল ছাত্রীর পরিবার। রবিবার সন্ধেয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালত পেশ করা হবে। নির্যাতিতার মেডিকেল করানো হবে কাকদ্বীপ হাসপাতালে। 

 

POST A COMMENT
Advertisement