South Calcutta Law College reopening: 'শিক্ষাক্ষেত্রে যেন ভয়ের পরিবেশ না থাকে,' রাজ্যপালের আর্জির মধ্যেই খুলল কসবার ল কলেজকোনও বহিরাগত শক্তিই প্রশাসনকে অমান্য করতে পারে না। আইন সবার উর্ধ্বে। কসবা ল' কলেজে গণধর্ষণের ঘটনায় অবশেষে নীরবতা ভেঙে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন কলেজের ঘটনায় দ্রুত ও পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও আর্জি জানান। তিনি বলেন, 'কারও যতই ক্ষমতা থাকুক না কেন, শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রয়োগ করতে দেওয়া চলবে না। আইন সবার উরকে।'
উল্লেখ্য, সোমবার ৭ জুলাই থেকেই ফের পঠনপাঠন চালু হচ্ছে সাউথ ক্যালকাটা ল' কলেজে। আর তার আগে রাজ্যপালের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।
রাজভবনের তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'কসবার আইন কলেজের ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রছাত্রীদের স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল । বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা প্রতিটি কলেজকে কঠোর নিয়মকানুন অনুসারে পরিচালনার নির্দেশ দিয়েছেন। কলেজগুলিতে যাতে কোনওরকম ভয় এবং পক্ষপাতিত্ব না-থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে ৷'
আজ থেকে খুলছে কলেজ
গণধর্ষণের ঘটনার পর ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। সোমবার, ৭ জুলাই থেকে কলেজ খুললেও থাকছে একাধিক বিধি নিষেধ। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত কলেজ খোলা থাকবে। এই সময়ের মধ্যেই নির্দিষ্ট কাজ সারতে হবে শিক্ষক, কর্মী ও পড়ুয়াদের।
কলেজ খোলার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের পর কলেজের স্থায়ী নিরাপত্তারক্ষীর তত্ত্বাবধানে পুরো কলেজ বিল্ডিং ও গেট বন্ধ করে দেওয়া হবে।
পুলিশে ছয়লাপ
এদিন প্রথম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও ফর্ম ফিলাপ সংক্রান্ত কাজ আছে। তার জন্য সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে কলেজে পৌঁছাতে হবে। সঙ্গে আনতে হবে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও আইডি কার্ড। এদিন কলেজের প্রবেশপথে দাঁড়িয়ে ছিলেন পুলিশ আধিকারিকরা। এসে দেখে যান উচ্চপদস্থ আধিকারিকরাও। প্রত্যেকের আইডি, পরিচয় যাচাই করে তবেই কলেজে ঢুকতে দেওয়া হচ্ছিল।
চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পড়ুয়াদের জন্য নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে। চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের কলেজে আসতে হবে ৮ জুলাই, অর্থাৎ মঙ্গলবার। ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা আসবেন ৯ জুলাই, বুধবার। অষ্টম সেমিস্টারের অনার্স ও জেনারেল বিভাগের পড়ুয়াদের ১০ জুলাই, বৃহস্পতিবার আসতে হবে।
ID কার্ড আবশ্যিক
কলেজ কর্তৃপক্ষের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, সঠিক পরিচয়পত্র ছাড়া কেউ কলেজে প্রবেশ করতে পারবেন না। কেবলমাত্র অফিসিয়াল কাজের জন্যই কলেজে প্রবেশ করা যাবে। ব্যক্তিগত বা অপ্রয়োজনীয় কারণে কলেজে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
কলেজে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধ্যাপক, কর্মী এবং পড়ুয়াদের নির্দিষ্ট সময়ে কলেজে প্রবেশ ও প্রস্থান নিশ্চিত করতে কলেজে বাড়তি নজরদারির ব্যবস্থাও করা হচ্ছে।
গত মাসে ছাত্রীর ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল কসবার এই ল' কলেজে। ঘটনার পরেই বন্ধ হয়ে যায় কলেজের পঠনপাঠন। ছাত্রছাত্রী ও অভিভাবকরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
তবে এবার ধাপে ধাপে ও কড়া নিয়ম মেনে ফের চালু হচ্ছে কলেজ। প্রশাসনের নির্দেশ মেনেই পড়ুয়াদের একাংশকে নির্দিষ্ট দিনে কলেজে আসতে বলা হয়েছে।
সুরক্ষা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। আইডি কার্ড ছাড়া কাউকে কলেজে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় কলেজ কর্তৃপক্ষ। ভবিষ্যতে পড়ুয়াদের জন্য আরও নির্দেশিকা জারি হতে পারে বলেও জানা গিয়েছে।