জগদ্ধাত্রী পুজো স্পেশাল ট্রেন জমে উঠেছে জগদ্ধাত্রী পুজো। বুধবার, ২৯ অক্টোবর জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি। মূলত নবমীর দিন এই উৎসব উদযাপন করা হলেও চন্দননগর, কৃষ্ণনগরে চিরাচরিত ভাবে জাঁকজমক করে হচ্ছে পুজো। এই সময়ে পুজো এবং শোভাযাত্রা দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান চন্দননগর, কৃষ্ণনগরে। আর তাই পূর্ব রেল মধ্যরাতে কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে EMU স্পেশাল ট্রেন পরিষেবার ঘোষণা করল। চন্দননগরের জন্যও রয়েছে রাতের বিশেষ ট্রেন।
কৃষ্ণনগর রানাঘাটে স্পেশাল ট্রেনের টাইমিং
কৃষ্ণনগর সিটি জংশন এলাকায় জগদ্ধাত্রী পুজোর সময়ে যাত্রীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে ৩০ অক্টোবর, বৃহস্পতিবার মধ্যরাতে এবং ৩১ অক্টোবর, শুক্রবার মধ্যরাতে (নবমী ও দশমীর দিন) কৃষ্ণনগর সিটি জংশন এবং রানাঘাট জংশনের মধ্যে এক জোড়া স্পেশাল EMU ট্রেন চলবে।
নবমী ও দশমীর দিন রানাঘাট জংশন থেকে আপ EMU ট্রেন ছাড়বে রাত ১১টা ৪৫ মিনিটে। ডাউন ট্রেন ঢুকবে রাত ১টা ৫ মিনিটে। কৃষ্ণনগর সিটি জংশন থেকে EMU আপ ট্রেনের সময় রাত ১২টা ১৭ মিনিট। ডাউন ট্রেনের সময় রাত সাড়ে ১২টা।
চন্দননগরে স্পেশাল ট্রেনের টাইমিং
হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে পাঁচ জোড়া বিশেষ ট্রেন এবং হাওড়া ও বর্ধমানের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেনের ঘোষণা আগেই করা হয়েছে। ২৮ অক্টোবর, মঙ্গলবার থেকেই এই পরিষেবা শুরু হয়েছে। চলবে ২ নভেম্বর পর্যন্ত।
> হাওড়া থেকে ব্যান্ডেলের জন্য স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৫৫, রাত ৮টা ৩০ এবং মধ্যরাত সাড়ে ১২টায়।
> ব্যান্ডেল-হাওড়া স্পেশাল ট্রেনগুলি ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ব্যান্ডেল থেকে সন্ধ্যা ৮টা ৩৫ মিনিট, ৯টা ২০ মিনিট, ৯টা ৫৫ মিনিট, মধ্যরাত ১টা এবং ২টোর সময়ে।
> হাওড়া-বর্ধমান স্পেশাল ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে।
> ২ নভেম্বর পর্যন্ত বর্ধমান-হাওড়া স্পেশাল বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।
> অতিরিক্ত হাওড়া-ব্যান্ডেল লোকাল হাওড়া থেকে ২নভেম্বর ছাড়বে রাত ২টো ৩৫ মিনিটে। ব্যান্ডেল থেকে ছাড়বে ভোর ৪টে মিনিটে।
> ১ নভেম্বর পর্যন্ত আরও একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাবে। ছাড়বে মধ্যরাত ১২টা ১০ মিনিটে।
> এদিকে, মাসগ্রাম – হাওড়া লোকাল পরিষেবা ১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে।