scorecardresearch
 

ভোট পরবর্তী হিংসা: অমিত শাহর সঙ্গে আলোচনা শুভেন্দুর

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁকে রাজ্যের পরিস্থিতির কথা জানিয়েছেন। একথা জানালেন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

Advertisement
AMIT SUVENDU AMIT SUVENDU
হাইলাইটস
  • রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে অমিত শাহর সঙ্গে আলোচনা শুভেন্দুর
  • শাহকে রাজ্যের পরিস্থিতি জানিয়েছেন শুভেন্দু
  • গতকাল রাজ্যে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁকে রাজ্যের পরিস্থিতির কথা জানিয়েছেন। একথা জানালেন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

এই বিষয়ে শুভেন্দু জানান, রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ। হিংসা ক্রমাগত বেড়েই চলেছে। রাজ্যের হিংসা কমাতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ করা উচিত।' 

আরও পড়ুন : বার বার কুপ্রস্তাব দিত রুদ্রনীল', বিস্ফোরক অভিযোগ তরুণীর

গত ২ মে ২০২১ বিধানসভা ভোটের ফলাফল সামনে আসার পর রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ তৈরি হয়। বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা খুন হন। মারধর করা হয়, বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া হয় অনেকের। বিজেপির অভিযোগ, জেলায় জেলায় তাঁদের কর্মীদের উপর আক্রমণ নামিয়ে এনেছে তৃণমূল কংগ্রেস। পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাঁদের কর্মীদের খুন করা হয় বলেও দাবি করেন দিলীপ ঘোষরা। পাল্টা অভিযোগ করে তৃণমূলও। তৃণমূল নেত্রী খোদ  মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যে সব জায়গায় বিজেপি জিতেছে সেখানে অশান্তি হচ্ছে। পদ্ম শিবিরের লোকজনই তৃণমূল কর্মীদের উপর হামলা করছে। উত্তরবঙ্গে তাঁদের কর্মীকে খুন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে যদিও শান্তির বার্তা দেন তিনি। 

আরও পড়ুন : রাজ্যে মমতার আগেও কে কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন?

এদিকে রাজ্যজুড়ে সন্ত্রাসের প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হন দিলীপ ঘোষরা। তারপরই স্বয়ং প্রধানমন্ত্রী রাজ্যের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল ধনকড়কে ফোন করেন।  রাজ্যপাল একাধিক ট্যুইট বার্তায় মমতা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। 

রাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব চিঠি লেখেন রাজ্যের মুখ্যসচিবকে। গতকাল রাজ্যে আসে কেন্দ্রের ৪ সদস্যের প্রতিনিধি দল। রাজ্যে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠাতে বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, খবর সূত্রের।

Advertisement
Advertisement