scorecardresearch
 

Srikanta Mahata Viral Video : "মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে", বিস্ফোরক অভিযোগ মন্ত্রী শ্রীকান্তর

সম্প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata MLA) একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, "জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরাই যদি দলের সম্পদ হয় তবে আর এই দল করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝতে চাননি।"

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • শ্রীকান্ত মাহাতোর ভিডিও ভাইরাল
  • নিশানায় মিমি-নুসরতরা
  • শোকজ করল দল

বিস্ফোরক মন্তব্য করে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসকেও চূড়ান্ত অস্বস্তিতে ফেলেন তিনি। যার জেরে রীতিমতো ক্ষিপ্ত দলের শীর্ষ নেতৃত্ব। শোকজও করা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই শোকজের জবাব দিয়েছেন মন্ত্রী।

সম্প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata MLA) একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, "জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরতরা লুটেপুটে খাচ্ছে। এরাই যদি দলের সম্পদ হয় তবে আর এই দল করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সিদের বোঝাতে চেয়েছিলাম, ওরা বুঝতে চাননি।"

শ্রীকান্ত মাহাতো আরও বলেন, "আমাদের কি বাঁচার অধিকার থাকবে না? আমাদের নাগরিকত্ব কি থাকবে না? এটা আমরা বলতে চাই। আজ থেকে পরিকল্পনা করে জয়যাত্রা শুরু করব। আমরা পুলিশ এবং বিডিওর কাছে স্মারকলিপি জমা দেব। আমাদের নাগরিকত্ব, অধিকার বন্ধ করার ব্যবস্থা যদি করে, তা হলে আমরা কী করব? কী করা উচিত? সে জন্য পশ্চিমাঞ্চল নাগরিক সমাজ, পশ্চিমাঞ্চল কৃষক সমাজ, পশ্চিমাঞ্চল বুদ্ধিজীবী সমাজ আমরা তৈরি করব। আমরা মমতাদি পর্যন্ত যেতে চাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ, সুব্রত বক্সীকে বোঝানোর চেষ্টা করেছি। তাঁরা বুঝতে চাননি। খারাপ লোককেই তাঁরা ভাল লোক বলছেন।" যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজতক বাংলা। 

এই ভিডিও ভাইরাল (Viral Video) হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় চারিদিকে। খোদ শাসকদলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্যে বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূল। যার প্রেক্ষিতে শোকজ করা হয় তাঁকে। সূত্রের খবর খবর ইতিমধ্যেই নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি শোকজের জবাবও দিয়েছেন শ্রীকান্ত মাহাতো। 

আরও পড়ুননদী শুকোতেই এ কী উঠে এল! তামাম বিশ্ব অবাক

Advertisement

Advertisement