উচ্চ প্রাথমিকে সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ নিয়ে স্থগিতাদেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নিয়োগের জন্য যে অতিরিক্ত পদ তৈরি করেছিল এসএসসি, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আপাতত কোনও নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।
অতিরিক্ত শূন্যপদ নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চের রায়ে মঙ্গলবার আপাতত হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। এদিন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায়, এখনই সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করা হবে না। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, সুপারনিউমেরারি পদ নিয়ে মামলা সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। ফলে এই প্রেক্ষিতে অন্তর্বর্তী নির্দেশে হস্তক্ষেপ করলে নিয়োগ প্রক্রিয়ায় তার প্রভাব পড়বে।
গত মে মাসে সুপার নিউমেরারি পদে নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ।
প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা ও কর্মশিক্ষা ওয়েটিং লিস্ট তালিকা থেকে নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার। ২০২২ সালে সুপার নিউমেরারি পদ তৈরির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। কয়েক দিন আদে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপার নিউমেরারি পদ নিয়ে রাজ্যের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট।