SSC Teachers: 'ফের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রীকেও আবার নির্বাচিত হতে হবে', হুঁশিয়ারি চাকরিহারাদের

বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে চাকরিহারারা সাফ জানিয়ে দিয়েছেন, 'দ্বিতীয় বার কোনও পরীক্ষা দেব না। যে দফতরে আমরা আছি, সেখানে সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সবাইকে  পরীক্ষা দিতে হবে। সবাই ফের নির্বাচনে দাঁড়াক। আবার নির্বাচিত হন।'

Advertisement
'ফের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রীকেও আবার নির্বাচিত হতে হবে', হুঁশিয়ারি চাকরিহারাদের চাকরিহারাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনে।
হাইলাইটস
  • ফের পরীক্ষায় বসতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ-সহ সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে।
  • সবাইকে ফের নির্বাচিত হতে হবে।
  • বৃহস্পতিবার এমন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা।

ফের পরীক্ষায় বসতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ-সহ সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। সবাইকে ফের নির্বাচিত হতে হবে। বৃহস্পতিবার এমন চ্যালেঞ্জই ছুড়ে দিলেন চাকরিহারা শিক্ষকরা। টানা অবস্থানের পর এদিন বিকাশ ভবন ঘেরাও অভিযান শুরু করেন চাকরিহারা। কোনও পরীক্ষা নয়, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এমন দাবিতেই সরব চাকরিহারারা। যে অভিযান ঘিরে দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে বিকাশ ভবনের সামনে। 

সেই পরিস্থিতির পর বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে চাকরিহারারা সাফ জানিয়ে দিয়েছেন, 'দ্বিতীয় বার কোনও পরীক্ষা দেব না। যে দফতরে আমরা আছি, সেখানে সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। আমাদের পরীক্ষা দিতে হলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সবাইকে  পরীক্ষা দিতে হবে। সবাই ফের নির্বাচনে দাঁড়াক। আবার নির্বাচিত হন।' তাঁরা আরও বলেন, 'আমাদের বিরুদ্ধে কোনওরকম অভিযোগ নেই। তারপরেও চাকরি গেল। মূল দায়ী স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। ধরি মাছ, না ছুঁই পানি স্ট্যান্ড রাজ্য সরকারের।' মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন চাকরিহারারা। যতক্ষণ পর্যন্ত না ইতিবাচক কিছু হচ্ছে, বিকাশ ভবন ছাড়ব না বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

অন্য দিকে, এদিন বিকাশ ভবনে উত্তেজনার সময় সেখানে ঢোকার চেষ্টা করেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ চলে। ওঠে চোর চোর স্লোগান। সব্যসাচীর অনুগামীরা তাঁদের মারধর করেছেন বলে অভিযোগ করেছেন চাকরিহারারা। তাঁদের অভিযোগ, 'আমাদের হেলমেট দিয়ে মেরেছেন সব্যসাচীর অনুগামীরা। যাঁরা এভাবে মারলেন, শাস্তি চাই।'

POST A COMMENT
Advertisement