SSC Recuitment case: 'আমাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা হল,' মমতার কথা শুনে মাথায় হাত SSC-র চাকরিহারাদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, মঙ্গলবার নবান্ন থেকে চাকরি যাওয়া শিক্ষকদের ফের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সবটাই আদালতের নির্দেশ মেনেই হবে। তাঁর কথায়, 'আদালতের অর্ডার যদি আমি না মানি তাহলে চাকরিহারারা বিপদে পড়বেন। আমরা সাধ‍্যমত করে যাব। আমাকে আইন মেনে করতে হবে।' 

Advertisement
'আমাদের মৃত্যু পরোয়ানা ঘোষণা হল,' মমতার কথা শুনে মাথায় হাত SSC-র চাকরিহারাদেরমুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি নন চাকরিহারারা।-ফাইল ছবি
হাইলাইটস
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, মঙ্গলবার নবান্ন থেকে চাকরি যাওয়া শিক্ষকদের ফের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন।
  • মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সবটাই আদালতের নির্দেশ মেনেই হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, মঙ্গলবার নবান্ন থেকে চাকরি যাওয়া শিক্ষকদের ফের নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, সবটাই আদালতের নির্দেশ মেনেই হবে। তাঁর কথায়, 'আদালতের অর্ডার যদি আমি না মানি তাহলে চাকরিহারারা বিপদে পড়বেন। আমরা সাধ‍্যমত করে যাব। আমাকে আইন মেনে করতে হবে।' 

এদিন মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য ছিল, 'এখনই এটা বলা উচিৎ নয় যে আমরা পরীক্ষা দেব না। এটা আমাদের অর্ডার নয়। কেউ কেউ নিজেদের স্বার্থে এই প্যানেল বাতিল করেছে। এখন তাঁরা বন্ধু হওয়ার চেষ্টা করছেন।'

কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি নন চাকরিহারা শিক্ষকরা। মমতার সাংবাদিক বৈঠক শেষ হওয়ার পর তাঁদের তরফেও জানিয়ে দেওয়া হয়, এই সিদ্ধান্তে তাঁদের সমস্যা মিটল না। আন্দোলনকারী শিক্ষকদের তরফে একজন বললেন, 'আমাদের জন্য মৃত্যু পরোয়ানা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আমাদের আশঙ্কা ছিল, সরকার হয়ত আমাদের পরীক্ষার দিকে নিয়ে যেতে চাইছে। সেই আশঙ্কাই সত্যি হল। আমরা যা আশঙ্কা করছিলাম তাই হল। এটা সরকারের সদিচ্ছার অভাব। নেতাজী ইনডোর স্টেডিয়ামে যে মুখ্যমন্ত্রীকে দেখেছিলেন, আজকের মুখ্যমন্ত্রী আলাদা। মনে হল সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতাই দিলেন তিনি। এটা আমাদের প্রতি অবিচার। আমাদের প্রতি সরকারের যে দায়বদ্ধতা থাকার কথা ছিল, সেটা দেখলাম না।' 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩০ মে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও। মঙ্গলবার নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ চাকরিহারাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের বিষয়টি শীর্ষ আদালতই ঠিক করতে পারবে। তার আগেই অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। শুরু হয়ে যাবে পরীক্ষাগ্রহণের প্রক্রিয়াও।

এখন দেখার মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে চাকরিহারারা পরীক্ষায় বসেন, নাকি বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যান। 

 

POST A COMMENT
Advertisement