SSC Tainted Candidates List: অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিল SSC, নাম সহ পুরো তালিকা রইল

আদালতের এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে রেখেছিল। সেই নির্দেশ মতোই অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এ দিন দুপুরে ১৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে।

Advertisement
অযোগ্যদের তালিকা প্রকাশ করে দিল SSC, নাম সহ পুরো তালিকা রইলঅযোগ্যদের লিস্ট দেখুন
হাইলাইটস
  • আদালতের এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে রেখেছিল
  • সেই নির্দেশ মতোই অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন
  • এ দিন দুপুরে ১৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে

অনেক দিন ধরেই দাবি ছিল ২০১৬-এর SSC প্যানেলের অযোগ্যদের তালিকা প্রকাশ করার। আর অবশেষে সেই লিস্ট সামনে আনল স্কুল সার্ভিস কমিশন। তাদের পক্ষ থেকে আজ সেই লিস্টটি সামনে আনা হয়েছে। যে কেউ চাইলেই এই লিস্টটা দেখে নিতে পারেন।

প্রসঙ্গত, আদালত এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়ে রেখেছিল। সেই নির্দেশ মতোই অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। এ দিন দুপুরে ১৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয় তাদের পক্ষ থেকে।

মাথায় রাখতে হবে, এই তালিকা আগেই সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিয়েছিল এসএসসি। সেই তালিকা দেখেই কোর্ট জানিয়েছিল, এঁরা যেন কোনওভাবেই নতুনভাবে চাকরিতে যোগ দিতে না পারে। তবে আদালতের সেই রায় ঠিকভাবে মানা হয়নি বলেই অভিযোগ। একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশের পর জানা যায় একাধিক অযোগ্য রয়েছে সেই তালিকায়। পাশাপাশি ইন্টারভিউয়ের তালিকাতেও একজন অযোগ্যের নাম রয়েছে বলে অভিযোগ।

নীচে ক্লিক করে লিস্টটা দেখুন

View PDF

আর এই বিষয়টি নিয়েই শুরু হয়ে যায় বিতর্ক। কলকাতা হাই কোর্টে করা হয় মামলা। সেই মামলা শোনেন বিচারপতি অমৃতা সিনহা।

সেই মমলাতেই অমৃতা সিনহা নতুন নির্দেশন দেন। তিনি জানান, অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকায় নাম, রোল নম্বর ও পিতৃপরিচয় থাকবে। আর সেই কাজটাই এ বার করেছে কমিশন। তাদের পক্ষ থেকে আদালতের রায় মেনে প্রকাশ করা হয়েছে।

যদিও একটা বিষয় মাথায় রাখবেন, এর আগেও কিন্তু অযোগ্যদের নাম প্রকাশ করেছিল এসএসসি। সেখানে শুধু নাম এবং রোল নম্বর ছিল। যদিও নতুন এই লিস্টে একাধিক অনেক তথ্য যোগ করা হয়েছে।

তবে নতুন এই লিস্ট নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। আসলে এই তালিকাতে অযোগ্যরা কোন স্কুলে পড়াত, সেই সম্পর্কে কিছুই জানান হয়নি। আর সেই কারণেই নতুন লিস্ট নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এখন দেখার এই বিষয়ে আদালত এবং এসএসসি কী জানায়।

Advertisement

মাথায় রাখতে হবে SSC-র পরীক্ষা নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। পুরোনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা দেওয়া করিয়ে নিয়মভঙ্গ করেছে স্কুল সার্ভিস কমিশন। জানিয়ে আদালতের নির্দেশ ছিল, কলকাতা হাইকোর্টে সব মামলা যাবে। এই আবহে এবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা SSC-র ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন।

POST A COMMENT
Advertisement