কারা যোগ্য শিক্ষক? শিক্ষা দফতরে নাম পাঠাল SSC, কী রয়েছে তালিকায়

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অবশেষে প্রায় ১৯ হাজার ‘যোগ্য’ প্রার্থীর নাম-সহ একটি বিস্তারিত তালিকা পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দফতরে। তালিকায় শুধুমাত্র নাম নয়, সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের নাম, পদের বিবরণ, ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও সংযুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
কারা যোগ্য শিক্ষক? শিক্ষা দফতরে নাম পাঠাল SSC, কী রয়েছে তালিকায়বিকাশ ভবন।-ফাইল ছবি
হাইলাইটস
  • স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অবশেষে প্রায় ১৯ হাজার ‘যোগ্য’ প্রার্থীর নাম-সহ একটি বিস্তারিত তালিকা পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দফতরে।
  • তালিকায় শুধুমাত্র নাম নয়, সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের নাম, পদের বিবরণ, ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও সংযুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) অবশেষে প্রায় ১৯ হাজার ‘যোগ্য’ প্রার্থীর নাম-সহ একটি বিস্তারিত তালিকা পাঠিয়েছে রাজ্যের শিক্ষা দফতরে। তালিকায় শুধুমাত্র নাম নয়, সঙ্গে সংশ্লিষ্ট স্কুলের নাম, পদের বিবরণ, ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও সংযুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও তালিকাটি আপাতত প্রকাশ করা হয়নি, তবে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, তালিকার খুঁটিনাটি বিচার করে দেখা হবে এবং প্রয়োজনে আইনি পরামর্শও নেওয়া হবে।

২০১৬ সালের এসএসসি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট সম্প্রতি ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিলের নির্দেশ দেয়। এরপর থেকেই আন্দোলন জোরদার করেন চাকরিচ্যুতদের একাংশ, যাঁরা নিজেদের 'যোগ্য' বলে দাবি করছেন। তাঁদের বক্তব্য, অযোগ্যদের চিহ্নিত করা হোক এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করে স্বচ্ছতা আনা হোক।

তবে প্রশ্ন উঠছে— যদি এসএসসির কাছে আগেই ‘যোগ্য’ ও ‘অযোগ্য’দের তালিকা থাকে, তাহলে নতুন করে তালিকা প্রস্তুতের দরকার কী? শিক্ষা দফতর সূত্রে খবর, যাঁদের নাম সুপ্রিম কোর্টের রায়ে সরাসরি 'অযোগ্য' বলা হয়নি, তাঁদের অনেকেই এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। ফলে বিষয়টি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখা হবে।

অন্যদিকে, আন্দোলনরত চাকরিচ্যুতদের সংগঠন 'যোগ্য শিক্ষক-শিক্ষিকা ঐক্য মঞ্চ' এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে, তাঁরা দিল্লি অভিযান ছাড়াও আইনি ও সামাজিক লড়াইয়ের নতুন কর্মসূচি নিচ্ছেন। সোমবার বিকেল পাঁচটায় ওয়াই চ্যানেলে একাধিক বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন বিচারপতিকে আহ্বান জানিয়ে একটি আলোচনা সভার আয়োজনও করা হয়েছে, যেখানে তুলে ধরা হবে চাকরি হারানো যোগ্য প্রার্থীদের দুর্দশার কথা।

 

POST A COMMENT
Advertisement