Teachers CM Mamata Meeting: যোগ্যদের চাকরি না ফেরালে বিকল্প কী? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিহারাদের হয়ে লড়বে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় পূর্ণ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আইনি লড়াইয়ে 'মাইনাস' ফল হলে কী হবে? এদিন সেই আভাসও দিয়ে রাখলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Advertisement
যোগ্যদের চাকরি না ফেরালে বিকল্প কী? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টে যোগ্য চাকরিহারাদের হয়ে লড়বে রাজ্য সরকার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় পূর্ণ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আইনি লড়াইয়ে 'মাইনাস' ফল হলে কী হবে? এদিন সেই আভাসও দিয়ে রাখলেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, 'মাইনাসেরটা আমার না বলাই ভাল, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছিল এটা প্লাস হবে। অর্থাৎ, ক্লারিফাই করে যাঁরা যোগ্য তাঁদের চাকরি না কেড়ে কাজ করার সুযোগ দেবে।'

চাকরিহারাদের আশ্বাস দিয়ে বলেন, 'বাই চান্স যদি না দেয়, তাহলে মনে রাখবেন, যাঁরা যোগ্য, তাঁদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের।'

'প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, সি রেডি, ডি রেডি'

মুখ্যমন্ত্রী বলেন, 'পরিষ্কার বলছি কোনও রাখঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কীভাবে করব? মনে রাখবেন, আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, সি রেডি, ডি রেডি।' 

তিনি বলেন, 'আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনও। কোনও নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে না পারেন, তাহলে কেন আপনার কাজ করবেন না। ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারেন। সেক্ষেত্রে কীভাবে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করল না। বলল না হবে না। তখন আমি কী করব? তখন আমি শিক্ষা দফতরকে অনুরোধ করতে পারি। কী অনুরোধ? এটা আমরা আইনি আলোচনা করেই বলছি। তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে।'

'বিকল্প যা করার তা আমরা করব'

এই সময়েই শিক্ষক-শিক্ষাকর্মীদের মধ্যে হই-হট্টগোল শোনা যায়। তখন মুখ্যমন্ত্রী বলেন, 'আরে ভাই, আমি মাইনাসটা তো বলে রাখব। ধরুন যদি না করে... সুপ্রিম কোর্ট... তাহলেও মনে রাখবেন বিকল্প যা করার তা আমরা করব। সেক্ষেত্রে আপনারা যাতে চাকরি ফিরে পান তার ব্যবস্থা ২ মাসের মধ্যে প্রসেসের মধ্যে দিয়ে হবে। আপনার চাকরি ব্রেক হবে না। তার কারণ, আপনার অভিজ্ঞতা এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন, যাঁরা ১০ বছর ধরে চাকরি করছেন, এটা আপনারা মাথায় রাখবেন। 

Advertisement

আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন, কারা যোগ্য এবং অযোগ্য, তাদের লিস্ট আমাদের হাতে তুলে দিন।

POST A COMMENT
Advertisement