IC Liton Halder: অনুব্রত গালিগালাজ করেছিলেন, বোলপুরের সেই IC লিটন হালদারের ট্রান্সফার

পুলিশের ওপর রাজনৈতিক চাপ বাড়ার কারণে শেষমেশ আইসি লিটন হালদার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চারটি ধারায় মামলা শুরু হয়। মামলাটি এখনও চলছে।

Advertisement
অনুব্রত গালিগালাজ করেছিলেন, বোলপুরের সেই IC লিটন হালদারের ট্রান্সফারবোলপুরের আইসির বদলি।-ফাইল ছবি
হাইলাইটস
  • বোলপুর থানার আইসি লিটন হালদারকে (IC Litan Halder) বোলপুর থানা থেকে সরিয়ে জলপাইগুড়িতে পোস্টিং দেওয়া হয়েছে।
  • বুধবার রাতেই রাজ্য পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, তিনি ডিআইবির (DIB) ইন্সপেক্টর পদে জলপাইগুড়িতে যোগ দেবেন।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে (IC Litan Halder) বোলপুর থানা থেকে সরিয়ে জলপাইগুড়িতে পোস্টিং দেওয়া হয়েছে। বুধবার রাতেই রাজ্য পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে, তিনি ডিআইবির (DIB) ইন্সপেক্টর পদে জলপাইগুড়িতে যোগ দেবেন। একাধিক থানার পদাধিকারীর বদলির মধ্যে লিটন হালদারের এই স্থানান্তর বিশেষভাবে নজর কেড়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে। ২০২৫ সালের মে মাসের শেষের দিকে একটি ভাইরাল অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে শোনা যায়, ফোনে একদিকে ছিলেন অনুব্রত মণ্ডল এবং অন্যদিকে বোলপুর থানার আইসি লিটন হালদার। অভিযোগ ওঠে, অনুব্রত মণ্ডল জেল থেকে মুক্তির পর ফোনে আইসি হালদারকে অশ্রাব্য ও কুরুচিকর গালিগালাজ-হুমকি দিয়েছেন।

এরপর বোলপুর থানার বাইরে কেষ্ট সমর্থকরা বিক্ষোভ দেখিয়ে আইসিকে সরানোর দাবি করেন। যদিও তখন অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, 'আইসি লিটন হালদার কোথাও যাচ্ছে না।' ক্লিপের সত্যতা প্রমাণিত না হলেও তৃণমূলের পক্ষ থেকে অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পুলিশের ওপর রাজনৈতিক চাপ বাড়ার কারণে শেষমেশ আইসি লিটন হালদার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে চারটি ধারায় মামলা শুরু হয়। মামলাটি এখনও চলছে।

এরই মধ্যে রাজ্য পুলিশের এক নির্দেশিকায় একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীর বদলির ঘোষণা আসে। এই নির্দেশিকায় লিটন হালদারের বদলি বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলেছেন, যিনি কটূক্তি করেছেন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু অপমানিত আইসিকেই সরানো হয়েছে।

নির্দেশিকায় আরও উল্লেখযোগ্য বদলি:
সিউড়ি থানার দায়িত্ব পেলেন পূর্ব বর্ধমান সার্কেল ইনস্পেক্টর শৈলেন্দ্র উপাধ্যায়।
রামপুরহাট থানার দায়িত্ব পেলেন বীরভূম সাইবার ক্রাইম থানার আইসি সৌম্য দত্ত।
সিউড়ির আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন হাওড়া জিআরপি-তে।
রামপুরহাটের আইসি সুকমল ঘোষকে পাঠানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের আইসি সুজয় বিশ্বাস যাচ্ছেন রাজ্য পুলিশের আইবি-তে।
মুর্শিদাবাদের খড়গ্রামের সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বসিরহাটে।

Advertisement

এদিকে, বোলপুর থানার নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে হচ্ছেন, তা এখনও ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তা রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করেছে।

 

POST A COMMENT
Advertisement