West Bengal DA case: অন্তত ২৫ শতাংশ DA অবিলম্বে দিতে হবে, রাজ্যকে নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার(DA) ২৫ শতাংশ অবিলম্বে দিতে হবে। শুক্রবার ডিএ মামলার শুনানিতে অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিন প্রথমে ৫০ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার সুপারিশ করে সুপ্রিম কোর্ট।

Advertisement
অন্তত ২৫ শতাংশ DA অবিলম্বে দিতে হবে, রাজ্যকে নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্টDA নিয়ে বড় খবর।

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুপ্রিম কোর্টে বড় স্বস্তির খবর। শুক্রবার ডিএ (মহার্ঘভাতা) মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, অবিলম্বে বকেয়া মহার্ঘভাতার ২৫ শতাংশ রাজ্য সরকারকে মেটাতে হবে। শুক্রবার ডিএ মামলার শুনানিতে অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এদিন প্রথমে ৫০ শতাংশ মহার্ঘভাতা দেওয়ার সুপারিশ করে সুপ্রিম কোর্ট।

তবে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ৫০ শতাংশ DA দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, 'এটা বিপুল টাকা, রাজ্যের কোমর ভেঙে যাবে।' এর পাশাপাশি তিনি এটাও বলেন যে, 'এটা কোনও সাংবিধানিক অধিকার নয়।' 

এর প্রত্যুত্তরে বিচারপতি সঞ্জয় কারোল বলেন, 'এরা আপনাদের কর্মী, ফলে অসুবিধার কোনও কারণ নেই'।  তিনি এটাও জানান যে, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল ও হাইকোর্ট মিলিয়ে আবেদনকারীরা ৬ বার জিতেছেন। 
 
এরপর অন্তর্বতী নির্দেশে ২৫% DA অবিলম্বে দিতে বলা হয়। রাজ্য সরকারের আইনজীবীর মতে, এর ফলে সরকারের বিপুল খরচের বোঝা বেড়ে যাবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী অগাস্টে। 'মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে', পর্যবেক্ষণ বিচারপতির।

এই রায়ের পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। বহুদিন ধরেই তাঁরা বকেয়া DA আদায়ের দাবিতে আন্দোলন করে আসছেন। যদিও রাজ্য সরকার এখন পর্যন্ত শুধুমাত্র ১৮ শতাংশ হারে মহার্ঘভাতা দিয়ে এসেছে।

অন্যদিকে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫ শতাংশ হারে ডিএ। গত বিধানসভা বাজেটে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করলেও এখনও কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক রয়েছে ৩৭ শতাংশ।

POST A COMMENT
Advertisement