
MGNREGA Starting Again: সোমবার পশ্চিমবঙ্গ সরকারের জন্য এল এক ঐতিহাসিক জয়। সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের সেই আবেদনের খারিজ করে দিল, যেখানে কেন্দ্র কলকাতা হাই কোর্টের নির্দেশে প্রশ্ন তুলেছিল। হাই কোর্ট রাজ্যে তিন বছর বন্ধ থাকার পর ফের চালু করতে বলেছিল মনরেগা, অর্থাৎ ১০০ দিনের কাজ প্রকল্প।
কী এই মনরেগা?
মনরেগা বা ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প’ শুরু হয়েছিল ২০০৬ সালে, তৎকালীন ইউপিএ সরকারের আমলে। এর উদ্দেশ্য, গ্রামের দরিদ্র মানুষদের বছরে অন্তত ১০০ দিনের মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা দেওয়া, যাতে তাদের জীবিকা সুরক্ষিত থাকে।
তিন বছর ধরে বন্ধ ছিল প্রকল্প
২০২২ সালের মার্চ মাসে কেন্দ্র পশ্চিমবঙ্গে মনরেগার টাকা বন্ধ করে দেয়। কেন্দ্রের দাবি ছিল, প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু এবার সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের ১৮ জুনের রায় বহাল রেখে জানিয়ে দিল, কেন্দ্রকে ১ অগাস্ট থেকে আবারও এই প্রকল্প চালু করতে হবে।হাই কোর্ট তার রায়ে বলেছিল, যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে তদন্ত হোক, কিন্তু তার জন্য পুরো প্রকল্প বন্ধ রাখা যায় না।
কেন্দ্রকে ফের ফান্ড ছাড়তে হবে
সুপ্রিম কোর্টের রায়ের পর এখন কেন্দ্রের গ্রামীণ উন্নয়ন মন্ত্রককে রাজ্যের জন্য মনরেগা ফান্ড ছাড়তে হবে। ২২ জুলাই সংসদের বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্র জানিয়েছিল, তারা হাই কোর্টের রায় পর্যালোচনা করছে। ‘ঐতিহাসিক জয়’ বলল তৃণমূল, বিজেপিকে কটাক্ষ অভিষেকের
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রায়কে বললেন “ঐতিহাসিক জয়”। তাঁর কথায়, “এটা বিজেপির জন্য বড় ধাক্কা। বাংলাবিরোধী বাইরের জমিদারদের আবারও হার মানতে হল।” এক্স-এ অভিষেক লিখেছেন, “সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করেছে। এটা বাংলার মানুষের ঐতিহাসিক জয়, যারা দিল্লির অহঙ্কার ও অন্যায়ের সামনে মাথা নোয়ায়নি।”
তিনি আরও বলেন, “যখন বিজেপি আমাদের ভোটে হারাতে পারেনি, তখন তারা বাংলার গরিব মানুষের উপর অর্থনৈতিক অবরোধ চাপিয়েছিল। শ্রমিকদের প্রাপ্য টাকা আটকে রেখেছিল, যাতে বাংলাকে শাস্তি দেওয়া যায়। কিন্তু আমরা লড়েছি, হকের লড়াই জিতেছি। এটা গণতন্ত্রের জয়।” অভিষেকের কটাক্ষ, “বিজেপি ক্ষমতা চায়, কিন্তু জবাবদিহি চায় না। তারা বাংলার কাছ থেকে নেয়, কিন্তু ফিরিয়ে দেয় না। এবার মানুষও হারাল তাদের, আর সুপ্রিম কোর্টও।”