বাংলাদেশের নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে বলেও দাবি করেন তিনি।ফের বিতর্কিত মন্তব্য হুমায়ুন কবীরের। আগামী ২২ ডিসেম্বর বহরমপুরে তাঁর ডাকা কর্মসূচির প্রস্তুতিতে রবিবার রেজিনগরে একটি সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখতে গিয়ে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক বলেন, 'পাপ তার বাপকেও ছাড়ে না। কেউ জেনে-শুনে অন্যায় করলে তার ফল ভোগ করতেই হবে; জীবিত অবস্থায় হোক বা মৃত্যুর পরে।' তিনি দাবি করেন, কোরানে স্পষ্টভাবে বলা আছে হারামের রুটি নয়, হালালের রুটি খাওয়ার কথা। নেশা থেকে দূরে থাকার নির্দেশও রয়েছে ধর্মগ্রন্থে। দিনে পাঁচবার নামাজ পড়া সম্ভব না হলেও যেন কেউ পাপকাজে লিপ্ত না হন, সেই বার্তাই তিনি কর্মীদের দিতে চান বলে জানান।
তবে শুধু ধর্মীয় বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি সাসপেন্ডেড বিধায়ক। সম্প্রতি বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য নিয়ে বিতর্কে থাকা হুমায়ুন কবীর এদিন এমন এক দাবি করেন, যা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রকাশ্য সভা থেকে তিনি বলেন, গত কয়েক দিন ধরে তাঁর ফোনে নিয়মিত বিদেশ থেকে কল আসছে। বিশেষ করে বাংলাদেশের নম্বর থেকে একাধিকবার ফোন এসেছে বলেও দাবি করেন তিনি।
হুমায়ুনের বক্তব্য অনুযায়ী, গত সাত দিনে প্রতিদিন তাঁর ফোনে পাঁচ-ছ’টি করে বিদেশি কল এসেছে। অনেক ক্ষেত্রেই অনলাইন কল আসছে, নম্বর দেখা যাচ্ছে না। শুধু বাংলাদেশ থেকেই রবিবার চার বার ফোন এসেছে বলে তিনি জানান। প্রয়োজনে নিজের কললিস্ট দেখিয়ে দেওয়ার কথাও বলেন তিনি।
ভারত-বাংলাদেশ সম্পর্ক বর্তমানে নানা কারণে সংবেদনশীল। সেই প্রেক্ষাপটে একজন সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের এমন মন্তব্য রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণার আগেই হুমায়ুন কবীরের এই বক্তব্য রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ বাড়াল বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।