Suvendu on SIR: বাংলায় কত কোটি রোহিঙ্গা-বাংলাদেশি মুসলমান? জানালেন শুভেন্দু

বাংলায় বিহারের মতো SIR বা বিশেষ নিবিড় সমীক্ষা হলে কত জন রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ পড়বে, তার হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তমলুকে বিরোধী দলনেতা বলেছেন, এ রাজ্যে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে। 

Advertisement
বাংলায় কত কোটি রোহিঙ্গা-বাংলাদেশি মুসলমান? জানালেন শুভেন্দুশুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • বিরোধী দলনেতা বলেছেন, এ রাজ্যে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে। 
  • শুভেন্দু আরও বলেছেন, 'রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলিমদের ডোমিসাইল সার্চিফিকেট দেওয়া হচ্ছে।'
  • বিহারে এসআইআর করা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি।

বাংলায় বিহারের মতো SIR বা বিশেষ নিবিড় সমীক্ষা হলে কত জন রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ পড়বে, তার হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তমলুকে বিরোধী দলনেতা বলেছেন, এ রাজ্যে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমদের নাম বাদ যাবে। 

ঠিক কী বলেছেন শুভেন্দু

নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেছেন, 'বিহারে যদি ৫০ লাখ বাদ যায়,  তা হলে এখানে ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা বাদ যাবে।' এই প্রসঙ্গে শুভেন্দুর সংযোজন, '৫-৬ বছরের মধ্যে বাংলাদেশের মুসলিম মেয়েদের ফেসবুকে পটিয়ে এনে বিয়ে করেছে। কেউ ভিসা করে এসেছে, আর ফিরে যায়নি। আবার কেউ ভিসা না করেই রয়েছেন।'

শুভেন্দু আরও বলেছেন, 'রোহিঙ্গা ও বাংলাদেশের মুসলিমদের ডোমিসাইল সার্চিফিকেট দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমারকে লিখব, আজ থেকে যে এই সার্টিফিকেট দেওয়া হবে, তা যেন গ্রহণ না করা হয়।আইপ্যাকের উদ্যোগে ৮টা সীমান্ত জেলায় ৭৫ হাজার মুসলমান বাংলাদেশিকে ৬ নম্বর ফর্ম দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন...কেউ আপনাকে বাঁচাতে পারবেন না। বিডিও, এসডিওদের সতর্ক করছি, ডোমিসাইল সার্টিফিকেট যদি আজকের দিন থেকে গ্রহণ করেন...আপনাদের কপালে দুঃখ আছে।' 

বিরোধী দলনেতার সংযোজন, 'বিহারে এসআইআর হয়েছে, ৪০৩ জন বিএলও-র নামে এফআইআর হয়েছে। ৫৩ জন বিএলও গ্রেফতার হয়েছে।'

উল্লেখ্য, বিহারে এসআইআর করা নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বছর ঘুরলেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এসআইআর হবে কিনা, সেই নিয়ে জল্পনা ছড়িয়েছে। এই আবহে শুভেন্দুর এহেন বক্তব্য ভিন্ন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

POST A COMMENT
Advertisement