Suvendu on Ram Nabami: 'সব হিন্দু বেরোবে... ধর্মীয় সভায় সীমা কেন?' রামনবমী নিয়ে হুঙ্কার শুভেন্দুর

ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণে সীমা কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। রবিবার হলদিয়ার পথসভা থেকে রামনবমীর মিছিল নিয়ে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'বলছে, শ্যামপুকুর থানা বলছে সর্বাধিক ২ থেকে আড়াই হাজার লোক থাকবে।

Advertisement
'সব হিন্দু বেরোবে... ধর্মীয় সভায় সীমা কেন?' রামনবমী নিয়ে হুঙ্কার শুভেন্দুররাম নবমী নিয়ে হিন্দুদের বার্তা শুভেন্দু অধিকারীর।
হাইলাইটস
  • ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণে সীমা কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর।
  • রবিবার হলদিয়ার পথসভা থেকে রামনবমীর মিছিল নিয়ে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা।
  • হিন্দুদের একজোট করার বার্তা দেন শুভেন্দু।

ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণে সীমা কেন? প্রশ্ন শুভেন্দু অধিকারীর। রবিবার হলদিয়ার পথসভা থেকে রামনবমীর মিছিল নিয়ে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, 'বলছে, শ্যামপুকুর থানা বলছে সর্বাধিক ২ থেকে আড়াই হাজার লোক থাকবে। ধর্মীয় শোভাযাত্রা। শ্যামপুকুরে ২ লক্ষ থাকে। মিছিলে হাঁটবে ২ থেকে আড়াই হাজার?'

এরপরই হিন্দুদের একজোট করার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, 'সব হিন্দু বেরোবে, কপালে তিলক লাগাবেন... খেলে বেড়াবেন। আমাদের যদি এক লক্ষ ৭০ হাজার লোক রামমন্দিরের জন্য় শহিদ হতে পারে, আমরা ধর্ম পালনের জন্য শহিদ হতে প্রস্তুত আছি'। 

তিনি আরও বলেন, '২ হাজার লোকের বেশি মিছিল নয়, ডিজে বাজবে না... এটা সব ক্ষেত্রে হবে তো? এক তরফা কিচ্ছু হবে না'। 

হলদিয়ার পথসভায় শুভেন্দু অধিকারী।
হলদিয়ার পথসভায় শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন, 'রামনবমী হবে। ভাল করে শান্তিপূর্ণভাবে হবে। আমরা নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা করি। কিন্তু চুলকাবেন না, উস্কানি দেবেন না'। 

শুভেন্দু আরও বলেন, 'কোচবিহারের আইসি কোতোয়ালি, পরশু রাতে গিয়ে কীর্তন বন্ধ করিয়েছেন কেন? এসব জিনিস চলবে না'। 

এদিন আরও একবার কুম্ভমেলার প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'মহাকুম্ভের কুম্ভস্নানে ভয় পেয়েছে, হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে'। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, 'ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে'।

POST A COMMENT
Advertisement