বাংলার নির্বাচন কমিশনারের পদে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে নিয়োগ করার পর থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন নির্বাচন কমিশনারকে শুধু আক্রমণ করেই থামেননি তিনি। অনেকের মতে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন শুভেন্দু। নির্বাচন কমিশনার রাজীব সিনহার ঘরে ঢুকে তাঁকে লম্পট, মাতাল ইত্যাদি বলে গালমন্দ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন ডায়মন্ড হারবারের ৬০ নম্বর জেলা পরিষদের আসনে বিজেপি প্রার্থী পিঙ্কি হালদারকে নিয়ে কমিশনের দফতরে গিয়েছিলেন শুভেন্দু, অগ্নিমিত্রা পালরা। অভিযোগ, পিঙ্কিকে ভয় দেখিয়ে তৃণমূলের মিছিলে হাঁটতে বাধ্য করানো হয়েছে। এ ছাড়াও নানান ইস্যু তুলে রাজীব সিনহার উদ্দেশে বাছা বাছা বিশেষণ ব্যবহার করেছেন বিরোধী দলনেতা।
বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘আমি রাজীব সিনহার ঘরে ঢুকে বলে এসেছি। উনি একটা লম্পট। রেজিস্টার্ড মাতাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য। আমরা জানি কিছু হবে না। এরপর এখানে এসে বসে থাকব। এও বলেছি, আপনার লালবাজারের বাবাদের বলবেন আমাদের তুলে নিয়ে যেতে।’
বিরোধী দলনেতা এও বলেন, কেন্দ্রীয় বাহিনীর রায়কে চ্যালেঞ্জ করে যেদিন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেদিনই বোঝা হয়ে গিয়েছে রাজীব সিনহা কী! সুপ্রিম কোর্টের বিচারপতিও প্রশ্ন তুলে বলেছেন, রাজ্য সরকার চালান রাজনীতি করা লোকজন।