বকেয়া ডিএ (DA) নিয়ে দীর্ঘদিন ধরের দাবিদাওয়া জানিয়ে আসছেন রাজ্য সরকারি কর্মীরা। অবশেষে বুধবার ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। পাশাপাশি এই ঘোষণার তীব্র সমালোচনা করলেন রাজ্যের বিরোধী দলনতা শুঙেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুপ্রিম কোর্টে এই মামলা থেকে বাঁচতেই রাজ্য সরকারের ডিএ ঘোষণা বলে দাবি করেন বিরোধী দলনেতা।
বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, '৩ পার্সেন্ট ডিএ-র কথা বাজেটের মূল বক্তব্যে নেই। একটা রাজ্য সরকার কীভাবে জমিদারির মতো একটা ব্যক্তি, একটা পরিবার চালাচ্ছে, বাজেট বক্তৃতা সমাপ্ত করার পরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে উঠে বলতে চাইছেন। বাজেটের লিখিত স্পিচে নেই। যদি ডিএ-র ৩ শতাংশ ডিক্লিয়ারেশন দিতে হত, তাহলে ১৭ তারিখে অর্থমন্ত্রীর রিপ্লাইতে তিনি দিতে পারতেন'।
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আমি যে কথা বারেবারে বলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম। এখানে ইন্টারনাল ডেমোক্রেসি নেই। সবাই ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট মমতা ব্যানার্জী (Mamata Banerjee), তিনি কোম্পানির মালিক। তিনি হাউজের মধ্যে অরূপ বিশ্বাসকে দিয়ে স্লিপ পাঠালেন, আর অর্থমন্ত্রী বললেন ৩ পার্সেন্ট ডিএ দেব। কীভাবে দেব, কবে দেব, মার্চ না পয়লা এপ্রিল অর্থবর্ষে তার কোনও সুস্পষ্ট প্রভিশন নেই। আমাদের মনে হয়েছে ১৫ মার্চ যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা আছে। এই মামলার গতিপ্রকৃতি থেকে বাঁচার জন্য এই ঘোষণা করা হয়েছে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই'।
এই ডিএ ঘোষণা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও। এই ঘোষণায় সরকারি কর্মীদের একাংশ অনেকটাই খুশি। তাঁদের সবুজ আবীরে আনন্দে মেতে উঠতেও দেখা যায়। তবে অপরদিকে সরকারি কর্মচারিদের আরও একটি অংশ এই ঘোষণায় একেবারেই খুশি নয়। এক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া ডিএ-র দাবিদাওয়া নিয়ে আন্দোলন যেমন চলছে তেমনই চলবে বলেও জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন - শ্রদ্ধা-অঞ্জন-নিক্কি... দিল্লির ৩ খুনে সব দেহই সেই ফ্রিজে