স্কুল ব্যাগে বিশ্ব বাংলা লোগো নিয়ে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। চিঠিতে কেন্দ্রের অবদান উল্লেখ না করে, রাজনৈতিক স্বার্থে বিশ্ব বাংলা লোগো ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
এই বিষয়ে এক ট্যুইটে রাজ্যের বিরোধী দলেনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জি-কে একটি চিঠি লিখেছি যে, কেন্দ্রের অবদানের কথা উল্লেখ না করেই কেন্দ্রীয় 'সমগ্র শিক্ষা প্রকল্পে'র আওতায় স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে। সেই ব্যাগে 'বিশ্ব বাংলা' লোগো ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য"।
চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, 'সমগ্র শিক্ষা মিশন স্কিমের আওতায় পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন বিদ্যালয়ের কাছে স্কুল ব্যাগ পৌঁছে দিচ্ছে৷ সেটি কেন্দ্রীয় সরকারের আওতায়৷ যে স্কুল ব্যাগগুলি পাঠানো হচ্ছে পড়ুয়াদের কাছে, তাতে কেন্দ্রীয় সরকারের অংশগ্রহণের কোনও উল্লেখ নেই৷ শুধুমাত্র বিশ্ব বাংলা লোগো ব্যবহার করা হচ্ছে৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সেটি আঘাত করছে'৷
প্রসঙ্গত, সরকারি স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ব্যাগ প্রদান করে রাজ্য সরকার। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের 'সমগ্র শিক্ষা প্রকল্পে'র নাম উল্লেখ করেনি। আর শুধু তাই নয়, রাজ্য সরকার সর্বদা প্রতিটি স্কিমে, এমনকী কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত প্রকল্পগুলিতেও 'বিশ্ব বাংলা' লোগো ব্যবহার করে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার।
এক্ষেত্রে এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। আর তার জন্য শুভেন্দুকে তীব্র ভাষায় আক্রমণও করেছেন শাসক দলের নেতার। এবার ফের একবার কেন্দ্রের কাছে নালিশ জানালেন তিনি। এখন দেখার শুভেন্দুর এই চিঠির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করে কি না কেন্দ্র। একইসঙ্গে এটাও দেখার, শুভেন্দুর চিঠিকে ঘিরে নতুন করে আন্দোলিত হয় কি না রাজ্য রাজনীতি।
আরও পড়ুন - 'ডেডবডি ওই ভাবে নিয়ে যাওয়া উচিত হয়নি, কিন্তু কী করবে?' কালিয়াগঞ্জ ইস্যুতে মমতা