scorecardresearch
 

Suvendu Adhikari: শুভেন্দুর নিরাপত্তা হঠাত্‍ আরও বাড়াল কেন্দ্র, গোটা দেশেই পাবেন Z ক্যাটেগরি

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সম্প্রতি তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই তাঁর জন্য নির্দিষ্ট ছিল জেড ক্যাটেগরির নিরাপত্তা, তবে এবার এই নিরাপত্তা দেশের অন্যান্য রাজ্যেও প্রযোজ্য হবে।

Advertisement
শুভেন্দু অধিকারী। গ্রাফিক-সৌমিক মজুমদার শুভেন্দু অধিকারী। গ্রাফিক-সৌমিক মজুমদার
হাইলাইটস
  • বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করল কেন্দ্র সরকার।
  • স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সম্প্রতি তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করল কেন্দ্র সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) সম্প্রতি তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন পশ্চিমবঙ্গের মধ্যেই তাঁর জন্য নির্দিষ্ট ছিল জেড ক্যাটেগরির নিরাপত্তা, তবে এবার এই নিরাপত্তা দেশের অন্যান্য রাজ্যেও প্রযোজ্য হবে।

নিরাপত্তা বাড়ানোর কারণ
সূত্র অনুসারে, সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো (IB) শুভেন্দু অধিকারীর থ্রেট পারসেপশন রিপোর্ট তৈরি করেছে, যা তাঁর উপর বিদ্যমান বিপদ সম্পর্কে জানায়। এই রিপোর্টের ভিত্তিতেই স্বরাষ্ট্র মন্ত্রক তাঁর নিরাপত্তা ব্যবস্থার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে তাঁকে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য সফরের সময়ও জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হবে।

জেড ক্যাটেগরি নিরাপত্তা এবং বুলেট প্রুফ যানবাহন
জেড ক্যাটেগরি নিরাপত্তার আওতায় শুভেন্দু অধিকারীকে একাধিক নিরাপত্তা কর্মী দ্বারা ঘিরে রাখা হবে। তাঁর কনভয়ে বুলেট প্রুফ যানবাহনও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থা তাঁকে সম্ভাব্য যেকোনও বিপদের বিরুদ্ধে অধিক সুরক্ষা দেবে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দ্বারা সুরক্ষিত এই ব্যবস্থা পশ্চিমবঙ্গের বাইরেও প্রযোজ্য থাকবে, যা তাঁকে বিভিন্ন রাজ্য সফরে আরও নিরাপদ রাখবে।

আরও পড়ুন

নিরাপত্তা বৃদ্ধির প্রভাব
শুভেন্দু অধিকারী রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ এবং বিজেপি’র একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর সাম্প্রতিক কাজকর্ম এবং বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকার জন্য তাঁর নিরাপত্তা বিষয়ে সতর্কতার প্রয়োজন অনুভব করেছে কেন্দ্রীয় সরকার। জেলায় জেলায় তাঁর বিরুদ্ধে সুর চড়াচ্ছেন শাসকদলের নেতৃত্ব। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে যে সমস্ত নেতৃত্ব এখনও পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলেন তার মধ্যে শুভেন্দু অধিকারী অন্য়তম। সেই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র। 

এমন একটি সময়ে তাঁর নিরাপত্তা বাড়ানো হলো যখন রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত বেড়ে চলেছে। এই সিদ্ধান্তের ফলে শুভেন্দু অধিকারী তাঁর রাজনৈতিক কার্যকলাপে আরও স্বাধীনভাবে অংশ নিতে পারবেন। 

Advertisement

 

Advertisement