Suvendu Adhikari Kashmir: কাশ্মীরে বাঙালিদের যাওয়া নিয়ে শুভেন্দুর কথা মানলেন না শমীক, বললেন...

বিরোধী দলনেতা কাশ্মীর যেতে মানা করছেন। এদিকে দলেরই রাজ্য সভাপতি(নবনিযুক্ত) বলছেন কাশ্মীর আমরা যাবই।

Advertisement
কাশ্মীরে বাঙালিদের যাওয়া নিয়ে শুভেন্দুর কথা মানলেন না শমীক, বললেন...শুভেন্দুর মন্তব্য নিয়ে যা বললেন শমীক।
হাইলাইটস
  • বাংলার পর্যটকদের কাশ্মীর যেতে নিষেধ করছেন শুভেন্দু অধিকারী।
  • শুক্রবার এমনটাই বললেন শশী পাঁজা।
  • সংক্ষিপ্ত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বিরোধী দলনেতা কাশ্মীর যেতে মানা করছেন। এদিকে দলেরই রাজ্য সভাপতি(নবনিযুক্ত) বলছেন কাশ্মীর আমরা যাবই। গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বাংলায় আসেন। পহেলগাঁও হামলার পর পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানান। পর্যটকদের ফের কাশ্মীর ভ্রমণের আমন্ত্রণ জানান ওমর আবদুল্লাহ। বৈঠকের পরপরই মুখ্যমন্ত্রী বলেন, 'কাশ্মীরে যাতে সবাই যেতে পারে, তার ব্যবস্থা করুক কেন্দ্র।'

তবে এর পরেই হঠাৎ বিপরীত অবস্থান নেন শুভেন্দু অধিকারী।  'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে না গিয়ে হিন্দু বাঙালিরা অন্য কোথাও গেলে প্রাণে বাঁচবেন', বলেন বিরোধী দলনেতা। তাঁর মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। এমতাবস্থায় হঠাৎ দলের অবস্থান স্পষ্ট করলেন নবনিযুক্ত বিজেপি রাজ্য সভাপতি। শনিবার শমীক ভট্টাচার্য্য বলেন, কাশ্মীর নিয়ে শুভেন্দুর মন্তব্য 'ব্যক্তিগত মতামত'। 'এটি দলের বিবৃতি নয়', স্পষ্ট জানালেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা আর সেই দলেরই রাজ্য সভাপতির অবস্থানের এই ফারাক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের।  

যদিও শমীক বলছেন, 'শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন, এটা তাঁর ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের অবস্থানের কোনও সম্পর্ক নেই। কাশ্মীর আমাদের। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের জন্যই জীবন বিসর্জন দিয়েছিলেন। কাশ্মীরে আমরা যাবই। কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।'

তিনি আরও বলেন, 'স্বাধীনতার পরে কংগ্রেস নেতৃত্ব কাশ্মীরকে বরাবর আলাদা দৃষ্টিভঙ্গিতে দেখেছে। সেটা হওয়া উচিত হয়নি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের নামে সমাজকে ভাগ করছেন। আমরা চাই সবাই একসঙ্গে থাকুক। পিওকে (পাক দখলকৃত কাশ্মীর) দেশের মানুষের দাবি। আগামিদিনে সীমান্তও বাড়বে।'

গত ১০ জুন ওমর-মমতা বৈঠক
গত বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। বৈঠকে কাশ্মীরের পর্যটনকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টার বিষয়ে জানান। পাশাপাশি বাংলার পর্যটকদের আমন্ত্রণ করেন। ওমরের অনুরোধে মমতা জানান, দুর্গাপুজোর পরে সময় করে কাশ্মীর সফর করতে পারেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ও কাশ্মীরে শান্তি ফেরানোর পক্ষে বার্তা দেন। তিনি জানান, কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি।

Advertisement

শুভেন্দুর মন্তব্য  
এই সৌজন্য সাক্ষাৎকারের পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কড়া সমালোচনা করেন। তিনি বলেন, 'বাংলার হিন্দু পর্যটকরা কাশ্মীরে যাবেন না।' নিরাপত্তার কারণ দেখিয়ে কাশ্মীর সফরের বিষয়ে সাবধান করেন রাজ্যের পর্যটকদের।

শশী পাঁজার পাল্টা
শুভেন্দুর এই মন্তব্যের জবাবে শুক্রবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, 'পর্যটকদের কাশ্মীরে যেতে নিষেধ করছেন বিরোধী দলনেতা। তবে এতে কিছু আসে যায় না। যেখানে কাশ্মীরকে স্বাভাবিক ও নিরাপদ করে তোলার চেষ্টা চলছে, সেখানে এমন মন্তব্য অনভিপ্রেত। এটা কি কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করা হচ্ছে? সেই প্রশ্নও উঠছে।'

শশী পাঁজার বক্তব্য, 'বিজেপি নেতারা এখন নিজেদেরই কেন্দ্রীয় সরকার ভেবে বসেছেন। কিন্তু বাস্তবটা মোটেই তেমন নয়।'

কাশ্মীরে পর্যটন নিয়ে রাজনীতি 
একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওমর আবদুল্লাহ কাশ্মীরে ফের পর্যটনে জোর দিচ্ছেন। অন্যদিকে শুভেন্দুর উল্টো বার্তায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তবে বিজেপির রাজ্য সভাপতির সাফাই, দলের অবস্থান শুভেন্দুর মতের এক নয়।

POST A COMMENT
Advertisement