মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনায় রাজনৈতিক উত্তাপ চরমে। সোমবার মুর্শিদাবাদে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই হিংসা পূর্বপরিকল্পিত। তাঁর অভিযোগ, “ধর্মের নামে কিছু মানুষ ভুল প্রচার করছে। সেই ভুল বার্তা শুনে সাধারণ মানুষ প্ররোচিত হচ্ছে।” মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এই ঘটনার আসল সত্য খুব শিগগিরই প্রকাশ্যে আসবে।
তবে এই ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “যখন হিংসা ছড়াচ্ছে, তখন পুলিশ শাটারের তলায় লুকিয়ে পড়েছে। আপনি পুলিশমন্ত্রী হিসেবে পুরোপুরি ব্যর্থ। আপনি পুলিশের ওপর ভরসা না করে, দাঙ্গাকারীদের ওপর বিশ্বাস রেখেছেন। আপনি নিজেই এই দাঙ্গার জন্য দায়ী।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, “ভোটব্যাঙ্কের স্বার্থে হরগোবিন্দের বাড়ির দরজা পর্যন্ত বদলে দেওয়া হয়েছে। যারা খুন করেছে, তারা পশু কাটার ছুরি দিয়ে মানুষকে কেটে ফেলেছে। লুঠপাটও করেছে।” তাঁর কথায়, এই হিংসার পিছনে নির্দিষ্ট গোষ্ঠীর ভূমিকা রয়েছে।
এদিকে, এই হিংসার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এখনও ছড়িয়ে রয়েছে। দোকান-বাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া অনেক পরিবার এখনও নিরাপদে ফিরতে পারেনি। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে।