scorecardresearch
 

Suvendu Adhikari: 'সব কা সাথ, সব কা বিকাশ' নয়? শুভেন্দুর সাফাই, 'বাংলায় মুসলিম ভোট পায় না BJP'

বাংলায় মুসলিম ভোট বিজেপি পায় না। বুধবার এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দলের সংগঠন নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন, 'সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই।'

Advertisement
শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক।
  • কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সেই বৈঠকে ছিলেন কেন্দ্রের নেতারা।
  • শুভেন্দুর মন্তব্যে সরগরম রাজনীতি।

বাংলায় মুসলিম ভোট বিজেপি পায় না। বুধবার এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে দলের সংগঠন নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বললেন, 'সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই।' ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবি এবং তার পর পরই সদ্য সমাপ্ত রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচনে পদ্ম শিবিরের বিপর্যয়ের পর মুসলিম ভোট নিয়ে শুভেন্দুর এহেন মন্তব্য বিশেষ মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। যদিও পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু। 

বুধবার ছিল রাজ্য বিজেপির বর্ধিত কর্মসমিতির বৈঠক। কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে সেই বৈঠকে ছিলেন কেন্দ্রের নেতারা। তাঁদের সামনেই এদিন শুভেন্দু বলেন, 'আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। আর বলব না।' এরপরেই বিরোধী দলনেতা বলেন, 'বলব যো হমারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই।'

পরে সাংবাদিক বৈঠকেও শুভেন্দু বলেন, 'আমাদের সঙ্গে যে থাকবে, আমরা তাঁদের সঙ্গে থাকব। সংখ্যালঘু মোর্চার কোনও প্রয়োজন নেই।'

আরও পড়ুন

যদিও পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন শুভেন্দু। বলেন, 'এই স্লোগান (সব কা সাথ, সব কা বিকাশ) প্রধানমন্ত্রীর, থাকবে স্লোগান। বিজেপির সদস্য হিসাবে যন্ত্রণা থেকে বলেছি যে, যারা বিজেরির সঙ্গে থাকবে না, তাদের সঙ্গে থাকব না। এটা রাজনৈতিক বক্তব্য। এর সঙ্গে প্রধানমন্ত্রীর স্লোগানের কোনও সম্পর্ক নেই। সরকার আর রাজনীতি, দুটো আলাদা।' এই নিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেছেন বিরোধী দলনেতা। 

অন্য দিকে,  এদিন সিপিএমকেও নিশানা করেছেন শুভেন্দু। বলেছেন, '১২টা সিটে হিন্দু ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে সিপিএম।' তারপরেই শুভেন্দু বলেছেন, 'এই নির্বাচনে ৩টি জিনিস আবিষ্কার করেছি। এক হল, বিজেপি তৃণমূলের একমাত্র বিকল্প।  ওরা শাসক, আমরা বিরোধী। দুই হল, মুসলিম ভোট বিজেপি পায় না, বাংলার কথা বলছি।আরও একবার প্রমাণ হয়েছে। তিন হল, সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতায়। হিন্দু ভোট কাটে। মুসলিমরা সিপিএমের মিছিলে যায়, আর ভোটটা দেয় তৃণমূলে।'

প্রসঙ্গত, মোদী জমানা শুরুর পর দেশের সংখ্যালঘু মানুষদের পরিণতি কী হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় দূর করতে দেশের সকল মানুষের পাশে থাকার বার্তা দিতে 'সব কা সাথ, সব কা বিকাশ' স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদী। এই স্লোগানে ভর করে ২০১৯ সালের নির্বাচনী বৈতরণী পার করে পদ্ম শিবির। গত লোকসভা নির্বাচনেও মোদীর মুখে এই স্লোগান শোনা গিয়েছে। এবার সেই স্লোগান বন্ধ করার যেভাবে ডাক দিলেন শুভেন্দু, তা নতুন মাত্রা যোগ করল। অন্য দিকে, এর পাশাপাশি শুভেন্দু যেভাবে বিজেপির সংখ্যালঘু মোর্চার দরকার নেই বলে সরব হলেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে, তা হলে কি সংখ্যালঘু মোর্চা সত্যিই তুলে দেবে পদ্মশিবির? শুভেন্দু-মন্তব্যে বিজেপির রীতি ভাঙা হবে কি না, সেটাই দেখার। 
 

Advertisement