প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়েছিলেন CID-র তদন্তকারীরা। সেই ইস্যুতে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু। বললেন, 'আমার কিছুই করতে পারবেন না।'
আজ নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে বলেন, 'যেখানে যা মামলা হচ্ছে, আমার নাম সেই মামলায় ঢুকিয়ে দিচ্ছে। আমার কাঁচকলা করবে। ঘোড়ার ডিম করবে। আমার কিছু করতে পারবে না। আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।' কেন এমন কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা? রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাত্র কয়েকদিনের ব্যবধানে দুবার শুভেন্দুর বাড়িতে গিয়েছে CID। তাঁকে চাপে রাখতেই এই কৌশল নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, তিনি যে সেই সব নিয়ে আদৌ চিন্তিত নন, সেই বার্তায় শুভেন্দু দিলেন আজকের সভা থেকে।
আরও পড়ুন : প্রাক্তন দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর তদন্তে ফের শুভেন্দুর বাড়িতে CID, করল ভিডিওগ্রাফি
রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তৃণমূল পরিচালিত সরকারকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, 'জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে একটাই কথা বলা আছে, তা হল রাজ্যে আইনের শাসন নেই। কিন্তু, শাসকের আইন আছে। দেশে এখনও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি রয়েছেন। ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরকে সোজা করে দিয়েছেন। এখন কাশ্মীরে তেরঙা পতাকা উড়তে দেখা যায়। সবুজ পতাকা উড়তে দেখা যায় না।'
রাজ্যে CAA ও NRC করার পক্ষেও সুর চড়ান শুভেন্দু। বলেন, 'দেশের মঙ্গলের জন্য CAA ও NRC চালু করা দরকার। সব হবে।'