Suvendu-Mamata: 'পুলিশমন্ত্রী হিসাবে আপনি ফেল', ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে গত কয়েক দিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ। উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও। দুই জায়গাতেই পরিস্থিতি সামলাতে গিয়ে জখম হয়েছেন পুলিশকর্মীরা। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Advertisement
'পুলিশমন্ত্রী হিসাবে আপনি ফেল', ফের মমতাকে আক্রমণ শুভেন্দুরশুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে গত কয়েক দিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ।
  • অশান্তি ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও।
  • পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতা ঘিরে গত কয়েক দিন ধরেই অশান্ত মুর্শিদাবাদ। উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও। দুই জায়গাতেই পরিস্থিতি সামলাতে গিয়ে জখম হয়েছেন পুলিশকর্মীরা। এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কী বলেছেন শুভেন্দু?

বাংলা নববর্ষের সকালে তমলুকে শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু। সেই সময়ই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা বলেন, 'মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ফেল।' শুভেন্দু আরও বলেছেন, 'রাজ্যের হাল ফেরানোর প্রার্থনা করুন।'

প্রসঙ্গত, ওয়াকফ-প্রতিবাদ ঘিরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, সুতিতে উত্তেজনা ছড়ায়। হিংসায় ৩ জনের মত্যু হয়েছে। চলেছে গুলি। পরিস্থিতি সামলাতে গিয়ে কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন। পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যর্থ বলে সরব হয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও অশান্তি ছড়ায়। ভাঙড় কলকাতা পুলিশের আওতায়। সেখানেও পুলিশ আক্রান্ত হয়েছে বলে খবর এই আবহে রাজ্যের পুলিশমন্ত্রীকে যেভাবে আক্রমণ শানালেন শুভেন্দু, তা উল্লেখযোগ্য। 

মমতার বার্তা

অন্য দিকে, রাজ্যে ফের শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী বলেন, 'ধর্ম মানে শান্তি, স্বস্তি, সম্প্রীতি, একতা। মানুষকে ভালোবাসার থেকে বড় ধর্ম থেকে আর কিছু নেই। কিসের লড়াই, কিসের দাঙ্গা, কিসের অশান্তি। মানুষকে ভালোবাসলে সব জয় করা যায়। একলা করে রাখলে জয় করা যায় না। আমরা সকলের পাশে দাঁড়াই।' তারপরই মুখ্যমন্ত্রীর সংযোজন, 'শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার আছে। তবে তা অনুমতি নিয়ে করতে হবে। সে যেই হোক, আইন হাতে নেবেন না। আইনের জন্য আইনের রক্ষক আছে। কেউ কেউ প্ররোচনা দেবে। প্ররোচিত হবেন না। সেটাই তো আসল। আপনারা জয়ী হোন। শান্তি বজায় রাখুন। এই মাটি শান্তির মাটি। এই মাটিকে ভালোবাসুন। আমরা যে কোনও ধর্মের পাশে দাঁড়াই।' 
 

POST A COMMENT
Advertisement