অভিযোগ শুভেন্দুর।-গ্রাফিক্স: সৌমিক মজুমদারমুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জেলে বসেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সাংবাদিক বৈঠকে শুভেন্দু জীবনের নামে একটি অডিয়ো ফাঁস করেন। এবং দাবি করেন, সেই অডিয়ো-ভিডিওতে দেখা যাচ্ছে, জীবনকৃষ্ণ ফোন ব্যবহার করে টাকা তোলা এবং নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত করছেন।
শুভেন্দু অধিকারীর অডিয়োতে একটি নারীকণ্ঠ জানাচ্ছে, “স্যর, ১৫ লক্ষ ৫০ হাজার টাকা আপনাকে দেওয়া হল।” আর পুরুষকণ্ঠ (জীবনকৃষ্ণ হিসেবে দাবি) উত্তর দেন, “হ্যাঁ, সত্যি। বিরক্ত লাগে এইভাবে।” অডিয়োতে আরও দেখা গেছে, জেলের ভেতর থেকে জীবনকৃষ্ণ বিভিন্ন নির্দেশ দিচ্ছেন এবং দ্রুত চেষ্টা করছেন যেন সব প্রক্রিয়া সম্পন্ন হয়।
Shame on TMC and their JAILBIRD MLA Jiban Krishna Saha.
— Suvendu Adhikari (@SuvenduWB) November 16, 2025
The proverbial sayings; 'Habit is the second nature', or 'A leopard doesn't change its spots' have a new synonymous addition - Once a Scamster, always a Scamster !!!
While honest Bengalis are dripping sweat & blood for… pic.twitter.com/UnwPB4C9wS
শুভেন্দু অধিকারী বলেন, “নতুন পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন। জেলে গেলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার নয়, বরং পার্থ-জীবনের মতো অন্য লোকদেরকেও কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে আটকে রাখা হচ্ছে।
জানা গেছে, জীবনকৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই দুবার গ্রেফতার হয়েছেন। প্রথমবার গ্রেফতারের পর জামিনে মুক্তি পান, পরবর্তীতে ফের ইডির হাতে ধরা পড়েন। বিরোধী দলনেতার অভিযোগ অনুযায়ী, তিনি জেলের ভেতর থেকে নিয়মিতভাবে মোবাইল ব্যবহার করে নিজের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।