শুভেন্দু অধিকারী-মমতা বন্দ্যোপাধ্যায়ভোটের আগেই হাইভোল্টেজ নন্দীগ্রাম। একদিকে চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'সেবাশ্রয়'। অন্যদিকে, সেবাশ্রয় চলাকালীন নিজের গড়ে শোভাযাত্রা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে নন্দীগ্রামে মিছিলের আয়োজন করেন।
নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে সাতদিনে প্রায় ১৮ হাজারের বেশি মানুষ গিয়েছেন বলে খবর। সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্টও করেন অভিষেক। সেবাশ্রয়ের সাফল্য নিয়ে এক্সে পোস্ট করেন। নন্দীগ্রামের মতো হট-সিটে অভিষেক তথা তৃণমূলের সেবাশ্রয় ক্যাম্প কি ভোট বাক্সে প্রভাব ফেলতে পারে? উত্তর দেন শুভেন্দু।
বলেন, "ভুল জায়গায় হাত দিয়েছেন। নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে ভোঁতা হয়ে পালিয়েছেন, আর কিছু হওয়ার নেই। আমি তো চাই উনি আবার আসুক। নন্দীগ্রামের মানুষ ১৯৫৬-র সঙ্গে আরও একটা শূন্য লাগিয়ে ২০ হাজার ভোটে হারাবে।"
এদিকে, বৃহস্পতিবার এক্সে অভিষেক লেখেন, ‘নন্দীগ্রাম থেকে যে সাড়া আমরা পাচ্ছি, তা আমাদের প্রতি আপনাদের যে বিশ্বাস তা প্রতিফলিত করে। আমরা সত্যিই কৃতজ্ঞ। মানুষের সেবায় পাশে দাঁড়ানোর সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। আগামিকাল বাদে, নন্দীগ্রামের সেবাশ্রয় শিবির ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মানবতার প্রতি অটুট প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের জন্যই এই সেবাশ্রয় সম্ভব হচ্ছে।’
The overwhelming response from Nandigram reflects the trust you have placed in us and we are truly grateful. It is a privilege to stand in service of the people. Barring tomorrow, the Sebashray camp in Nandigram will continue until 31st January. I sincerely thank our doctors and… pic.twitter.com/06gn6tlSKG
— Abhishek Banerjee (@abhishekaitc) January 22, 2026
গত নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে লড়ে হারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের মমতাকে এই আসনে লড়ার আহ্বান জানালেন শুভেন্দু।