Suvendu Adhikari: 'যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে বেড়াতে যান', হাত জোড় করে অনুরোধ শুভেন্দুর

যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে বেড়াতে যান। কাশ্মীরে জঙ্গি হামলার পর বাঙালি হিন্দু পর্যটকদের উদ্দেশে হাত জোড় করে এমনটাই অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার বৈষ্ণবঘাটায় পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যান শুভেন্দু। সেখান থেকে বেরোনোর পর কাশ্মীরে হামলা নিয়ে মুখ খোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই সময়ই ওই মন্তব্য করেন শুভেন্দু। 

Advertisement
'যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে বেড়াতে যান',  হাত জোড় করে অনুরোধ শুভেন্দুরশুভেন্দু অধিকারী।
হাইলাইটস
  • যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে বেড়াতে যান।
  • কাশ্মীরে জঙ্গি হামলার পর বাঙালি হিন্দু পর্যটকদের উদ্দেশে হাত জোড় করে এমনটাই অনুরোধ করলেন শুভেন্দু।
  • নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যান শুভেন্দু।

যেখানে হিন্দুর সংখ্যা বেশি, সেখানে বেড়াতে যান। কাশ্মীরে জঙ্গি হামলার পর বাঙালি হিন্দু পর্যটকদের উদ্দেশে হাত জোড় করে এমনটাই অনুরোধ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার বৈষ্ণবঘাটায় পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাড়িতে যান শুভেন্দু। সেখান থেকে বেরোনোর পর কাশ্মীরে হামলা নিয়ে মুখ খোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সেই সময়ই ওই মন্তব্য করেন শুভেন্দু। 

ঠিক কী বলেছেন শুভেন্দু?

বিরোধী দলনেতা বলেন, 'পহেলগাঁওতে হিন্দু নিধন হয়েছে। ভারতীয় হিন্দু বলেই খুন করা হয়েছে। এবার থেকে ডেমোগ্রাফি দেখে ঘুরতে যান। বাংলার হিন্দু পর্যটকদের অনুরোধ করব, যেখানে হিন্দু সংখ্যা বেশি, সেখানে যান, কারণ জীবনের মূল্য অনেক।' তাঁর সংযোজন, 'যাঁরা মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন, কলমার একটা লাইন প্র্যাক্টিস করে যেতে হবে।'

কয়েক দিন আগে এ রাজ্য়ের মুর্শিদাবাদে দুই হিন্দুকে হত্যার ঘটনার প্রসঙ্গ টেনেছেন শুভেন্দু। বলেছেন, 'যাহাই কাশ্মীর, তাহাই মুর্শিদাবাদ।'

অন্য দিকে, বিতানের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, 'ডেথ সার্টিফিকেট যত দ্রুত সম্ভবন আনা যায়, সেটা দেখব। ভারত সরকার এবং জম্মু ও কাশ্মীর সরকার কোনও আর্থিক ক্ষতিপূরণ দেন কিনা দেখব, নিশ্চয়ই সাহায্য করবে...।'

মঙ্গলবার দুপুরে অন্যতম দর্শনীয় স্থান পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। হামলায় ২৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতদের মধ্যে ৩ জন বাঙালি পর্যটক। জখম হয়েছেন আরও অনেকে। পুলওয়ামার হামলার পর ভূস্বর্গে এত বড় মাপের জঙ্গি হামলা হল। পর্যটকে ঠাসা কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আটারি-ওয়াঘা সীমান্ত। 

POST A COMMENT
Advertisement