Suvendu Adhikary: সন্দেশখালি নিয়ে CBI তদন্তের দাবি শুভেন্দুর, ফলতা নিয়েও হুঁশিয়ারি বিরোধী দলনেতার

সন্দেশখালি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালি ঘটনা নিয়ে CBI তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী।

Advertisement
সন্দেশখালি নিয়ে CBI তদন্তের দাবি শুভেন্দুর, ফলতা নিয়েও হুঁশিয়ারি বিরোধী দলনেতারসন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর
হাইলাইটস
  • সন্দেশখালি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালি ঘটনা নিয়ে CBI তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী।
  • সংবাদমাধ্যমকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'সিবিআইকে দেওয়া হোক। যাঁরা সাক্ষী তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
  • শুভেন্দু অধিকারীর দাবি, এরপর ফলতাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন,  'এক‌ই জিনিস চলছে ফলতায়।‌ জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনার অবস্থা শাহাজাহানের থেকেও খারাপ হবে।'

সন্দেশখালি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালি ঘটনা নিয়ে CBI তদন্তের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমকে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'সিবিআইকে দেওয়া হোক। যাঁরা সাক্ষী তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। নিরপেক্ষ সংস্থা দিয়ে সাক্ষীদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। বাসন্তীর গুন্ডারা ওখানে অস্ত্র পাঠাচ্ছে'।

শুভেন্দু অধিকারীর দাবি, এরপর ফলতাতেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন,  'এক‌ই জিনিস চলছে ফলতায়।‌ জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনার অবস্থা শাহাজাহানের থেকেও খারাপ হবে।'

এদিন চোপড়ার ঘটনা নিয়েও মুখ খোলেন শুভেন্দু অধিকারী।  তিনি বলেন, '‌চোপড়ার ঘটনা মর্মান্তিক। BSF তো করেনি। ওখানে এজেন্সি দিয়ে কাজ করানো হচ্ছিল। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আপনি বরং একবার সন্দেশখালি যান।' তাঁর কথায়, চোপড়ায় মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনায় বিএসএফ কিছু জানে না। চোপড়ায় তৃতীয় পক্ষকে দিয়ে কাজ করানো হচ্ছিল৷ 

শুভেন্দু নিজে কি ফের সন্দেশখালি যাওয়ার চেষ্টা করবেন? এর উত্তরে বিরোধী দলনেতা জানান, এই বিষয়ে আদালতের নির্দেশ মেনেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, '১৫ তারিখ সন্দেশখালি যাওয়ার বিষয়ে কোর্ট যা বলবে তাই করব।'

প্রসঙ্গত, সন্দেশখালির ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জানান, সন্দেশখালির কোন কোন এলাকা স্পর্শকাতর তা চিহ্নিত করতে হবে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, সন্দেশখালিতে আরও বেশি সংখ্যক সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে।

POST A COMMENT
Advertisement