শুক্রবার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী রায়ে জানানো হয়েছে, অবিলম্বে বকেয়া মহার্ঘভাতার (DA) ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। বহুদিন ধরে আন্দোলন করে আসা সরকারি কর্মীদের কাছে এই রায় কার্যত এক ঐতিহাসিক জয়। এরপরেই এই রায়ের প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনের রায়ে তিনি খুশি বলে জানান শুভেন্দু। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডিএ অধিকার নয়। আজ সুপ্রিম কোর্ট-সর্বোচ্চ আদালত বলে দিয়েছে -ডিএ অধিকার। আজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ১৬ সাল থেকে যে কর্মচারীদের লড়াই তার জয় হয়েছে।'
এদিন সুপ্রিম কোর্ট প্রথমে রাজ্যকে ৫০% বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিয়েছিল। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, এতে সরকারের উপর বাড়তি চাপ তৈরি হবে। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট অন্তত ২৫% ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয়। সেই প্রসঙ্গও তোলেন শুভেন্দু। রাজ্য সরকারের আর্থিক অবস্থার তীব্র সমালোচনা করেন তিনি। শুভেন্দু বলেন, '৫০% দিতে গিয়েছিল, বলে ২০ হাজার কোটি লাগবে। হাত-পা ধরেছে। বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা, ২৫% দিন আপাতত। ফাইনাল জুলাই-অগাস্টের মধ্যে হবে, ১০০% টাকা দিতে হবে, বকেয়া টাকা দিতে হবে, পঞ্চম পে কমিশনে ২০১৫ সাল থেকে যে টাকা বকেয়া জমে আছে, তা দিতে হবে।'
রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি
এই অন্তর্বর্তী রায়ের ফলে রাজ্যের উপর আর্থিক চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। ২৫% বকেয়া ডিএ দিলে রাজ্যের খরচ অনেকটাই বাড়বে।
বর্তমানে রাজ্য সরকার কর্মীদের ১৮ শতাংশ হারে ডিএ দেয়। কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫ শতাংশ। রাজ্য বাজেটে ৪ শতাংশ বাড়ানো হলেও এখনও কেন্দ্র-রাজ্যের মধ্যে ৩৭ শতাংশ ফারাক রয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের রায় রাজ্য সরকারি কর্মীদের জন্য যে এক বড় জয়, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন নজর আগামী অগাস্টে চূড়ান্ত শুনানির দিকে।