scorecardresearch
 

Suvendu Adhikari: 'যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন...', ভোট আবহে ফের সুর চড়ালেন শুভেন্দু

'আসল দেওয়ালি সেদিন হবে, যেদিন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের চরম শাস্তি হবে', মত শুভেন্দু অধিকারীর। বাঁকুড়ার তালডাংরায় বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে এমনটাই বললেন বিরোধী দলনেতা। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি।

Advertisement
তালডাংরায় শুভেন্দু অধিকারী। ছবি: ফেসবুক/শুভেন্দু অধিকারী তালডাংরায় শুভেন্দু অধিকারী। ছবি: ফেসবুক/শুভেন্দু অধিকারী

'আসল দেওয়ালি সেদিন হবে, যেদিন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের চরম শাস্তি হবে', মত শুভেন্দু অধিকারীর। বাঁকুড়ার তালডাংরায় বিধানসভা উপনির্বাচনের প্রচারে এমনটাই বললেন বিরোধী দলনেতা। বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসেছিলেন তিনি।

বিধানসভা উপনির্বাচন আসন্ন, তাই রাজনৈতিক প্রচারও তুঙ্গে। সব দলই তাদের হেভিওয়েটদের দিয়ে প্রচার চালাচ্ছে।

শনিবার, ১০ নভেম্বর, তালডাংরার বিবড়দাতে প্রচারে অংশ নেন শুভেন্দু অধিকারী। বিবড়দা হাইস্কুল ময়দান থেকে বাজার পর্যন্ত একটি মিছিল করেন তিনি।

সঙ্গে ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। পরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু আরজি কর সহ বিভিন্ন ইস্যু নিয়ে সুর চড়ান।

তিনি বলেন, 'আসল দেওয়ালি সেদিন হবে, যেদিন সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের মতো ব্যক্তিদের চরম শাস্তি দেবে ভারতের বিচারব্যবস্থা।'

শুভেন্দু অধিকারী আরও বলেন, 'আরজি কর কাণ্ডের নির্যাতিতা এখনও বিচার পাননি। এই লড়াই চলবে, যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন।'
 

তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তাঁর সরকারের যতক্ষণ শাস্তি হবে না, ততক্ষণ এই রাজ্যে সঠিক বিচার হবে না। এই মামলা অন্য রাজ্যে সরানোও জরুরি।'

সংবাদদাতাঃ নির্ভীক চৌধুরী
 

Advertisement