Teenager commits suicide: 'বাবা আমাকে ভুলে গেল!' একরাশ অভিমানে আত্মঘাতী পূর্বস্থলীর ষষ্ঠ শ্রেণির ছাত্র

বিশ্বকর্মা পুজোয় বাবা অন্যদের বাইকে চড়িয়ে ঘোরালেও, তার কথা ভুলে গিয়েছিল। সেই অভিমানেই চরম সিদ্ধান্ত নিল এক কিশোর। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র অংশু দাস (১২)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলার নন্দীপাড়ায়।

Advertisement
'বাবা আমাকে ভুলে গেল!' একরাশ অভিমানে আত্মঘাতী পূর্বস্থলীর ষষ্ঠ শ্রেণির ছাত্রভিডিয়ো কলে প্রেমিকার সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস, মালদায় আত্মঘাতী যুবক
হাইলাইটস
  • বিশ্বকর্মা পুজোয় বাবা অন্যদের বাইকে চড়িয়ে ঘোরালেও, তার কথা ভুলে গিয়েছিল।
  • সেই অভিমানেই চরম সিদ্ধান্ত নিল এক কিশোর।

বিশ্বকর্মা পুজোয় বাবা অন্যদের বাইকে চড়িয়ে ঘোরালেও, তার কথা ভুলে গিয়েছিল। সেই অভিমানেই চরম সিদ্ধান্ত নিল এক কিশোর। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ষষ্ঠ শ্রেণির ছাত্র অংশু দাস (১২)। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলার নন্দীপাড়ায়।

স্থানীয় সূত্রে খবর, অংশুর বাবা প্রাণকৃষ্ণ দাসের একটি সাইকেল সারাইয়ের দোকান রয়েছে। বিশ্বকর্মা পুজোর আয়োজনে সকাল থেকেই তিনি কাজে ব্যস্ত ছিলেন। বাড়িতে আত্মীয়স্বজনও এসেছিলেন। জানা যায়, তাঁদের সন্তানদের বাইকে চড়িয়ে ঠাকুর দেখাতে নিয়ে গেলেও নিজের ছেলে অংশুকে সঙ্গে নেননি তিনি। এই ঘটনাতেই অভিমান চেপে বসে কিশোরের মনে।

পরিবারের দাবি, দুপুরের পর বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরে গলায় ফাঁস লাগায় অংশু। কিছুক্ষণ পরেই পরিবারের সদস্যরা বিষয়টি টের পান। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। হঠাৎ করেই এমন মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গ্রামবাসী। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ইদানিং কিশোরদের মধ্যে আত্মহত্যাপ্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যাচ্ছে ছোট ছোট বিষয়েই চরম সিদ্ধান্ত নিচ্ছে কিশোর-কিশোরীরা। অভিমান লুকিয়ে রাখছে। রাগের বহিঃপ্রকাশও বোঝা যাচ্ছে না। বিশেষজ্ঞদের পরামর্শ ছেলে বা মেয়ে, বয়ঃসন্ধিতে বিশেষ নজরে রাখা উচিত। মন খারাপ কী না, কোনও দুঃখ রয়েছে কী না, অভিভাবকদের নজরে রাখা উচিত। দরকার হলে কাউন্সেলিং করানোর কথাও ভাবা উচিত। 

 

POST A COMMENT
Advertisement