চাকরি চেয়ে পথে আন্দোলনে নামলেন টেট ২০২২-এ টেট উত্তীর্ণরা। বিধানসভার ২ ও ৩ নম্বর গেটের সামনে ব্যাপক বিক্ষোভ চলছে। ২০২২ সালে টেট পাস করা প্রার্থীরা ইন্টারভিউয়ের দাবিতে পথে নামেন। বিক্ষোভকারীদের আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন হয়েছে। আন্দোলনকারীদের আটকাতে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। অসুস্থ হয়ে পড়েন কিছু আন্দোলনকারী।
৫০ হাজার শিক্ষক পদে নিয়োগের দাবিতে বিধানসভার গেটের কাছে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এক বিক্ষোভকারী। পুলিশের পা ধরে কাকুতিমিনতি করতে থাকেন আন্দোলনকারীরা। টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। বিরাট সংখ্যক পুলিশ বাহিনী এসে পৌঁছয়। ২০২৩-এ ফলপ্রকাশ, এখনও নিয়োগ হয়নি। টেট পাস করে বলে আছেন, ইন্টারভিউ হয়নি।
অগাস্ট মাসেই রাজপথে নেমে বিক্ষোভ দেখান ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে পর্ষদ অফিস অভিযান করেন। মেট্রো স্টেশনের বাইরেই শুরু হয়ে যায় পুলিশ ধরপাকড় করে। আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ। অনেক চাকরিপ্রার্থীরা অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। চাকরিপ্রার্থীদের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের ইন্টারভিউয়ের নোটিস জারি করা হোক।