
TET-এর OMR শিট বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি প্রাথমিক পর্ষদেরTET OMR Sheet: TET-এর OMR শিট তৃণমুলের যুব নেতা কুন্তল ঘোষের বাড়িতে উদ্ধার হওয়ায় ব্যাপক শোরগোলের মাঝে বিজ্ঞপ্তি দিয়ে আশ্বস্ত করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবারই সাংবাদিক বৈঠক করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। সেখানেও জানান, “স্বচ্ছতা বজায় রেখেই পরীক্ষা নেওয়া হয়েছিল, তার পরবর্তী দুর্নীতিতে পর্ষদের কোনও ভূমিকা নেই।” এদিন, OMR শিট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেও একথা জানানো হয়।
২০২২-এ ১১ ডিসেম্বর টেট পরীক্ষা (TET Exam) নেওয়া হয়েছে রাজ্যে। ১১ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা দিয়েছেন প্রায় ৭ লক্ষের বেশি পরীক্ষার্থী। বিজ্ঞপ্তি প্রকাশ করে এদিন জানানো হয়,পর্ষদের হাতেই এবারের TET পরীক্ষার্থীদের OMR শিট সুরক্ষিত রয়েছে।প্রযুক্তিগত দিক থেকে টেটের OMR শিটে কারচুপি করা সম্ভব নয়।

এবার স্বচ্ছতা বজায় রাখতে OMR শিটের প্রতিলিপি দেওয়া হয়েছিল। তাই পরীক্ষার্থীদের কাছে নিজেদের উত্তরপত্র রয়েছে। যার ফলে পরীক্ষার্থীরা তাঁদের উত্তর মিলিয়ে দেখে নিতে পারবেন। এমনকি, ফলাফল ঘোষণার সময়েও পরীক্ষার্থীরা তাঁদের প্রাপ্ত নম্বর OMR শিটের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারবেন।
যদিও, তৃণমূলের যুবনেতা কুন্তলের বাড়িতে কীভাবে OMR শিট গেল, তা খতিয়ে দেখতে ইডিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।